Jaynagar Mazilpur Municipality: ‘কুণালবাবু ভাল করে হোমওয়ার্ক করেননি’, নিয়োগ-বিতর্কে তৃণমূল মুখপাত্রকে কড়া জবাব সিপিএম নেতার
Jayanagar Mazilpur Municipality: ২০০০ সালে বাংলার মসনদে বামফ্রন্ট। তবে জয়নগর-মজিলপুর পুরসভা ছিল কংগ্রেসের। পুরপ্রধান ছিলেন প্রশান্ত সরখেল। দীর্ঘদিন তিনিই ওই পদে ছিলেন।
প্রায় ১৫০ বছরের পুরনো এই জয়নগর-মজিলপুর পুরসভা। আর সেই পুরসভার নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন কুণাল ঘোষ। বর্তমান তৃণমূল পুর প্রধান সুকুমার হালদারকে এই পোস্ট নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “২০২২ সালে আমি পুরসভার দায়িত্ব নিয়েছি। সেই সময় ক্যাজুয়াল থেকে যাঁদের স্থায়ী করা হয়েছে, কীভাবে করা হয়েছে সেটা ওরাই ভাল বলতে পারবে।”
২০০০ সালে বাংলার মসনদে বামফ্রন্ট। তবে জয়নগর-মজিলপুর পুরসভা ছিল কংগ্রেসের। পুরপ্রধান ছিলেন প্রশান্ত সরখেল। দীর্ঘদিন তিনিই ওই পদে ছিলেন। কুণালের এই পোস্ট নিয়ে তিনি বলেন, সঠিক পদ্ধতি মেনেই নিয়োগ করা হয়েছিল। সে সময় যে সমস্ত অস্থায়ী কর্মী ছিলেন, সরকারি নির্দেশ মেনেই তাঁদের স্থায়ী নিয়োগ দেওয়া হয়।
অন্যদিকে সিপিএমের এরিয়া কমিটির সদস্য পুলক বসু বলেন, “আমরা কোনওদিন এই পুরসভায় ছিলাম না। স্বাধীনতার পর থেকে ছিলাম না। ২০২৩ সালেও নেই। পুরসভা কংগ্রেসের ছিল। বামফ্রন্টের জমানায় বরাবরই কংগ্রেস পরিচালনা করেছে। তৃণমূল আসার পরও কংগ্রেসের হাতে ছিল। পরবর্তীকালে তা লুঠ করেছে তৃণমূল। আর নিয়োগে একটা আইন আছে। কুণালবাবু খুব ভাল করে বোধহয় হোমওয়ার্ক করেননি। এতটাই ওনারা জড়িয়ে গিয়েছেন নিয়োগ দুর্নীতিতে, অন্য দুর্নীতিতে তাতে সিবিআই মনে হয় আরও অনেকটাই যাবে। তাই উনি বিভ্রান্ত।”