Mahestala: অত্যাধিক গরমে নদীতে স্নানে নেমে তলিয়ে মৃত্যু নাবালকের
Maheshtala: স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে দু'জনকে উদ্ধার করে এরপর রবীন্দ্র নগর থানায় খবর দেয়। দ্রুত পুলিশ পৌঁছে স্থানীয় ডুবুরি দিয়ে খোঁজার চেষ্টা করে।
মহেশতলা: গরমের দুপুরে তিন বন্ধু মিলে হুগলি নদীতে স্নানে নেমেছিলেন। তখনই হল বিপত্তি। নদীতে নেমে তলিয়ে গেলেন যুবক। প্রায় ২১ ঘণ্টা পর উদ্ধার হল নাবালকের দেহ। বৃহস্পতিবার দুপুরের ঘটনা।সেখানে মেটিয়াব্রুজ পতিরহাটি এলাকা থেকে তিন বন্ধু মিলে দুপুরে স্নান করতে যায় নদীতে। মহেশতলার আকড়া তারা মা ফুটঘর নদীর ঘাটে স্নান করতে নামে ওই তিন বন্ধু। স্নান করার সময় আচমকাই নদীতে জোয়ার চলে আসায় এক নাবালক তলিয়ে যায়। তার নাম আমন খান।
স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে দু’জনকে উদ্ধার করে এরপর রবীন্দ্র নগর থানায় খবর দেয়। দ্রুত পুলিশ পৌঁছে স্থানীয় ডুবুরি দিয়ে খোঁজার চেষ্টা করে। কিন্তু তখনও পর্যন্ত আমনের দেহ উদ্ধার সম্ভব হয়নি। এরপর নাবালকের পরিবারের লোকজন ঘটনাস্থলে আসে।
উদ্ধারকার্য জারি থাকে। সন্ধ্যে ছ’টা নাগাদ এসে পৌঁছয় কলকাতা পুলিশের ডিএমজির টিমের আধিকারিকরা। হুগলি নদীতে নেমে চার ঘণ্টা ধরে চলে খোঁজাখুঁজি। এরপরেও খোঁজ মিলে না ওই নাবালকের।
এরপর নদীতে ভাটা পড়ে। ২১ ঘণ্টা পরে ওই নাবালকের দেহ নদীর পাড়ে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রবীন্দ্র নগর থানার পুলিশ ও ওই নাবালকের এলাকার লোকজন। একুশ ঘণ্টা পর হুগলি নদী থেকে উদ্ধার নাবালকের দেহ।