চালু হচ্ছে রেল পরিষেবা, খুশি বালুরঘাটবাসী

লকডাউনের কারণে দীর্ঘ আটমাস ট্রেন না চলায় উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বালুরঘাট। শীঘ্রই তেভাগা এক্সপ্রেস চালু হওয়ার খবরে খুশি দক্ষিণ দিনাজপুরবাসী।

চালু হচ্ছে রেল পরিষেবা, খুশি বালুরঘাটবাসী
তেভাগা এক্সপ্রেস। ছবি সংগৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 30, 2020 | 12:12 PM

TV9 বাংলা ডিজিটাল: করোনা ভাইরাসের (Coronavirus) কারণে বন্ধ হয়ে গিয়েছিল রেল পরিষেবা (Train Service)। আনলক পর্বে দেশের বিভিন্ন প্রান্তে ফের ট্রেন চলাচল শুরু হলেও রাজ্যের বহু দূরপাল্লার ট্রেনের চাকা এখনও গড়ায়নি। তবে দ্রুত দক্ষিণ দিনাজপুর (South Dinajpur)-এ রেল পরিষেবা চালু হবে, এমনটাই জানালেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumder)।

দীর্ঘ আটমাস ধরে বালুরঘাটে রেল পরিষেবা চালু না হওয়ায় কলকাতা, শিলিগুড়ির সঙ্গে সরাসরি কোনও যোগাযোগ ছিল না। চিকিৎসা বা শিক্ষা, নানা প্রয়োজনেই শহরে যাতায়াতে অসুবিধা হওয়ায় অভিযোগ জানিয়েছিল স্থানীয় বাসিন্দারা।

রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, শীঘ্রই চালু হবে তেভাগা এক্সপ্রেস। রেলমন্ত্রকের এই ঘোষণায় অত্যন্ত খুশি জেলার মানুষ। উল্লেখ্য, রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা ইতিমধ্যেই চালু হয়েছে। যাবতীয় স্বাস্থ্যবিধি মেনেই চলছে ট্রেন, ভিড়ও হচ্ছে ট্রেনগুলিতে।

আরও পড়ুন: জটিল অস্ত্রোপচার বালুরঘাট হাসপাতালে, রোগী পেলেন নতুন জীবন