জটিল অস্ত্রোপচার বালুরঘাট হাসপাতালে, রোগী পেলেন নতুন জীবন

চিকিত্সক জানিয়েছেন, এই অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ ছিল। কারণ রোগীর কিডনি ও ফুসফুসেরও সমস্যা রয়েছে। তিনি এখন সুস্থ রয়েছে।

জটিল অস্ত্রোপচার বালুরঘাট হাসপাতালে, রোগী পেলেন নতুন জীবন
জটিল অস্ত্রোপচার বালুরঘাট হাসপাতালে, রোগী পেলেন নতুন জীবন
Follow Us:
| Updated on: Nov 30, 2020 | 11:38 AM

TV9 বাংলা ডিজিটাল: সম্পূর্ণ বিনামূল্যে কোমরে হিপ রিপ্লেসমেন্ট অপারেশন করে ফের শিরোনামে বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতাল (Balurghat Super Specialty Hospital)।

বছর দশেক আগে পড়ে গিয়ে বালুরঘাটের (Balurghat) বাসিন্দা সপ্তর্ষি ঘটকের কোমরের হিপ জয়েন্ট খুলে যায়। সেইসময় টাকা ধার করে বেসরকারি হাসপাতালে অপারেশন করান তিনি (Balurghat Super Specialty Hospital)। তাঁর কোমরে সেসময় স্টিলের পাত বসানো হয়। কিন্তু কিছুদিন পর থেকেই ফের সমস্যায় পড়েন তিনি।

আরও পড়ুন: অভিষেকের সভায় অনুপস্থিত মৌসম বেনজরি নুর, শুরু জল্পনা

এরপর তিনি বালুরঘাট হাসপাতালের অস্থি বিশেষজ্ঞ অর্ণব সরকারকে দেখান। এরপর গত শনিবার হাসপাতালে তাঁর কোমরের হিম জয়েন্টের রিপ্লেসমেন্টর অপারেশন হয় (Balurghat Super Specialty Hospital)। এবং সম্পূর্ণটাই হয় বিনামূল্যে। চিকিত্সক জানিয়েছেন, এই অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ ছিল। কারণ রোগীর কিডনি ও ফুসফুসেরও সমস্যা রয়েছে। তিনি এখন সুস্থ রয়েছে।