Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Batagur Baska: গভীর সমুদ্রে ডুব দেওয়া বিরল প্রজাতির কচ্ছপকে এবার ট্র্যাক করবে জিপিএস!

Sundarban: এটি পৃথিবীর বিরল প্রজাতির কচ্ছপ। এখন দেশে প্রায় নেই বললেই চলে।

Batagur Baska: গভীর সমুদ্রে ডুব দেওয়া বিরল প্রজাতির কচ্ছপকে এবার ট্র্যাক করবে জিপিএস!
বাটাগুর বাস্কে ছবি: মাখন পাত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jan 04, 2022 | 12:31 PM

তন্ময় প্রামাণিক: কচ্ছপের গায়ে এবার জিপিএস চিপ। ছাড়া হবে বঙ্গোপসাগরে। গতিবিধি নজর রাখতে এই উদ্যোগ নিয়েছে সুন্দরবন ব্যাঘ্র সংরক্ষণ।

বাটাগুর বাস্কে (Batagur baska)। পৃথিবীর বিরল প্রজাতির কচ্ছপ। এখন দেশে প্রায় নেই বললেই চলে। লুপ্তপ্রায় হয়ে গিয়েছে এই ধরনের কচ্ছপ। এইবার এই প্রজাতির কচ্ছপকে রক্ষা করার চেষ্টা করল সুন্দরবন টাইগার রিজার্ভ। প্রায় দশ-থেকে বারো বছর ধরে কাজ চালাচ্ছেন সুন্দরবন টাইগার রিজার্ভের কর্মীরা। বিরল প্রজাতির এই কচ্ছপটির প্রজনন ঘটিয়ে বর্তমানে সংরক্ষণ করা হচ্ছে।

Batagur Baska (1)

কচ্ছপের পায়ে লাগানো জিপিএস(ছবি: মাখন পাত্র)

জানা গিয়েছে, বর্তমানে বাটাগুর বাস্কের সংখ্যা ৩৭৯। এই প্রথম ওই দশটি কচ্ছপকে চামটা ক্যাম্প থেকে ছাড়া হবে বঙ্গোপসাগরে।লু তবে তাদের গতিবিধি লক্ষ রাখতে পায়ে বেঁধে দেওয়া হবে জিপিএস চিপ। শুধু কচ্ছপ নয় পরিবেশের প্রতিও নজর রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই বিষয়ে সুন্দরবন ব্যাঘ্র সংরক্ষণের ফিল্ড ডিরেক্টর তাপস দাস বলেন, “আমরা এই বিরল প্রজাতির কচ্ছপগুলিকে বঙ্গোপসাগরে ছাড়ছি। এদের গতিবিধি নজর রাখতে পায়ে বেঁধে দেওয়া হয়েছে জিপিএস চিপ।” পাশাপাশি ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোনস জাস্টিনস বলেন, “বর্তমানে বাটাগুর বাস্কের সংখ্যা ৩৭৯ মতো। আমরা এখানে দশ থেকে বারো বছর কাজ করে প্রজনন ঘটিয়ে লুপ্তপ্রায় এই কচ্ছপের সংরক্ষণ করছি।”

আরও পড়ুন: Tarapith Temple: থিকথিক করছে ভিড়, উধাও করোনা বিধি! এ কী অবস্থা তারাপীঠের?

আরও পড়ুন: Farmer Suicide: চাষের ক্ষতি, সংসার চালাবেন কীভাবে? ফের আত্মঘাতী বাংলার চাষি

আরও পড়ুন: Liquor Sale in West Bengal: মদ বিক্রিতে রাজ্যের রেকর্ড আয়! ৯ দিনে ৬৫০ কোটি এল কোষাগারে