‘দেউলিয়া হয়ে গিয়েছে, তাই হামলা করছে’, ডোমজুড়ে প্রচারে নেমে তোপ রাজীবের

স্লোগান-পাল্টা স্লোগানের জেরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নামে র‍্যাফ । চলে লাঠিচার্জ।

'দেউলিয়া হয়ে গিয়েছে, তাই হামলা করছে', ডোমজুড়ে প্রচারে নেমে তোপ রাজীবের
বাঁদিকে, বিক্ষোভের ছবি, ডানদিকে, প্রচারে রাজীব বন্দ্যোপাধ্যায়, নিজস্ব ছবি
Follow Us:
| Updated on: Mar 21, 2021 | 4:39 PM

হাওড়া: রবিবাসরীয় প্রচারে বেরিয়ে নিজের বিধানসভা কেন্দ্রেই ‘গো-ব্যাক’ স্লোগান শুনতে হল প্রাক্তন বনমন্ত্রী তথা ডোমজুড়ের অধুনা বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়কে (Rajib Banerjee)। স্লোগান-পাল্টা স্লোগানের জেরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নামে র‍্যাফ (RAF) । চলে লাঠিচার্জ।

রবিবার সকালে, রাজীব ডোমজুড়ের বাঁকড়াতে প্রচারে বেরলে সেখানকার তৃণমূল (TMC) কর্মীরা ‘গো-ব্যাক রাজীব’ স্লোগান তোলেন। সেই স্লোগানের পাল্টা স্লোগান দিতে শুরু করে বিজেপির কর্মী সমর্থকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। পরিস্থিত ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে লাঠিচার্জ করে পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। লাঠিচার্জের জেরে আহত হন বিজেপি-তৃণমূলের বেশ কিছু কর্মী।

তৃণমূলের অভিযোগ, তাঁরা শান্তিপূর্ণভাবেই মিছিল করছিলেন এবং রাজীবকে দেখে ‘গো ব্যাক’ স্লোগান দিচ্ছিলেন। কিন্তু, আচমকাই রাজীবের মিছিলে থাকা বিজেপি কর্মী সমর্থক ও নিরাপত্তা বাহিনী তাঁদের উপর হামলা করে। এলোপাথাড়ি লাঠিচার্জে আহত হন তৃণমূল কর্মীদের অনেকেই।

বিজেপির (BJP) পাল্টা অভিযোগ, তৃণমূলের তরফ থেকেই প্রথম মারধর, হামলা করা হয়। যদিও, ঘটনাস্থল থেকে সঙ্গে সঙ্গেই সরিয়ে নিয়ে যাওয়া হয় রাজীব বন্দ্যোপাধ্যায়কে । এই ঘটনায় রাজীব বলেন, ‘যারা দেউলিয়া হয়ে গিয়েছে তারা এমন রাজনীতি করে। সাধারণ মানুষ এই হামলা সমর্থন করে না। যেকোনো দল, তাদের রাজনৈতিক প্রচার করতে পারে। কিন্তু সেই কাজে বাধা দেওয়ার অর্থ গণতান্ত্রিক অধিকার খর্ব করা। তৃণমূল যা করছে তা অন্যায়।’

আরও পড়ুন: ‘দুর্নীতিগ্রস্ত বিশ্বজিৎ দাস দূর হটো’ গোপালনগরে পোস্টার পড়ায় অস্বস্তিতে বিজেপি