রাজনাথের সভার পর কোদাল নিয়ে গর্ত ঢাকলেন তৃণমূল প্রার্থী, ‘পুরোটাই নাটক’, বলল বিজেপি
বালুরঘাটে সভা করতে এসেছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী তথা বিজেপি নেতা রাজনাথ সিং। সভা করে যাওয়ার পর সেই মাঠে সৃষ্টি হয়েছিল অসংখ্য গর্ত। কেননা খুঁটি পোঁতা হয়েছিল নানা জায়গায়।
দক্ষিণ দিনাজপুর: রাজনীতির ময়দানে প্রতিপক্ষকে আক্রমণ করতে আর শব্দ নয়, এ বার কোদাল হাতে তুলে পালটা খোঁচা দিল তৃণমূল। জবাবে দু-কথা শুনিয়ে দিয়েছে বিজেপিও। সব মিলিয়ে উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারপর্ব ঘিরে জমে উঠেছে রাজনৈতিক মহল।
ঘটনার সূত্রপাত গত ২৬ ফেব্রুয়ারি। বালুরঘাটে সভা করতে এসেছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী তথা বিজেপি নেতা রাজনাথ সিং। সভা করে যাওয়ার পর সেই মাঠে সৃষ্টি হয়েছিল অসংখ্য গর্ত। কেননা খুঁটি পোঁতা হয়েছিল নানা জায়গায়। সেই মাঠ সংলগ্ন এলাকায় বুধবার বিকেলে বালুরঘাট পৌরসভা এলাকায় নির্বাচনী প্রচারে বের হন বালুরঘাট বিধানসভার তৃণমূল প্রার্থী শেখর দাশগুপ্ত। তখনই তাঁর নজরে পড়ে, সেই মাঠে এখনও প্রচুর গর্ত রয়ে গিয়েছে।
এক মুহূর্ত সময় নষ্ট না করে কোদাল হাতে সেসব গর্ত বোৃজাতে নেমে পড়েন তৃণমূল প্রার্থী। নেতাকে দেখে দলীয় কর্মীরাও হাত লাগান। একে একে সব গর্ত বুজিয়ে ফেলেন শেখর ও তাঁর সাঙ্গপাঙ্গরা। সেই কাজ শেষ হতেই কোদাল ছেড়ে ব্যাট হাতে মাঠে নামেন প্রার্থী। ক্রিকেট খেলার মধ্য দিয়ে চালান নির্বাচনী প্রচার।
আরও পড়ুন: একুশে কি ত্রিশঙ্কু বিধানসভা, নাকি একক সংখ্যাগরিষ্ঠতা? কী বলছে সমীক্ষা?
তৃণমূলের দাবি, মাসখানেক আগে সভা হলেও তারপর ন্যূনতম মাঠের গর্ত পূরণ সহ মাঠ পরিষ্কার করেনি বিজেপি। যদিও বিষয়টি নিয়ে বিজেপির জেলা সভাপতি বিনয় কুমার বর্মণের পালটা দাবি, মাসখানেক আগে তাদের তরফ থেকে ওই মাঠে একটি সভা করা হয়। কিন্তু যাদের কাছ থেকে তাঁরা মাঠের অনুমতি নিয়েছিলেন, সভার একদিন পরেই তা সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন করে কর্তৃপক্ষের হাতে মাঠ হস্তান্তর করেন দেন।
তাহলে একমাস পর কীভাবে ওই গর্ত পরিষ্কার করল তৃণমূল! বিজেপির ব্যাখ্যা, তৃণমূল ভোটে জিততে পারবে না বুঝে নাটক করছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুরোটা করা হয়েছে। যে গর্ত তৃণমূল পূরণ করেছে সেই সব গর্ত হয়তো রাতের অন্ধকারে নিজেরাই করেছে।
আরও পড়ুন: একুশে কার দখলে উত্তরবঙ্গ? দক্ষিণের হাওয়া কোন পালে? জানুন পূর্ণাঙ্গ সমীক্ষা