Video: ‘ক্যারম খেলতে ব্যস্ত’, সাংবাদিকদের রাজনৈতিক বাউন্সার এড়িয়ে গেলেন মহুয়া

Video: একদিকে বৃহস্পতিবার কৃষ্ণনগরে সভা করছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। অন্যদিকে সেই সময় ক্যারম খেলতে ব্যস্ত কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

Video: 'ক্যারম খেলতে ব্যস্ত', সাংবাদিকদের রাজনৈতিক বাউন্সার এড়িয়ে গেলেন মহুয়া
ছবি সৌজন্যে: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Jan 20, 2023 | 8:13 AM

কলকাতা: বিরোধীদের তোপ দেগে বিভিন্ন মন্তব্যের জন্য মাঝে মাঝেই শিরোনামে জায়গা করে নেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। সম্প্রতি চা বানানোর ছবি টুইটারে পোস্ট করে খবরে এসেছিলেন তিনি। এবার নিজের লোকসভা কেন্দ্রের (Loksabha Consituency) অধীনে চাপড়া ১ পঞ্চায়েতে খোশ মেজাজে ক্যারম খেলতে দেখা গেল মহুয়া মৈত্রকে। আর নিজের ক্যারম খেলার একটি ভিডিয়ো নিজেই পোস্ট করেছেন টুইটারে। আর সেই পোস্টের ক্যাপশনে লিখেছেন, “গ্রামে একটু ক্যারম খেলা।”

তবে গল্প এই টুইটেই শেষ নয়। এটা তো সবে শুরু। আরেকটি টুইটে তিনি সাংবাদিক বন্ধুদের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন। তিনি সেই টুইটে লিখেছেন, “আজ বিজেপির বড় বড় নেতারা আমার লোকসভা কেন্দ্রে এসে কী বলেছেন তার পরিপ্রেক্ষিতে আমার প্রতিক্রিয়া জানার জন্য সাংবাদিক বন্ধুরা আমাকে বারংবার ফোন করবেন না। আমি চাপরা ১ পঞ্চায়েতে ক্যারম খেলতে খুব ব্যস্ত ছিলাম। আমি তাঁদের বক্তৃতা শুনিনি।” প্রসঙ্গত, বিজেপির জনসভাকে কোনওরকম গুরুত্ব না দেওয়ার ভঙ্গিমাই ফুটে উঠেছে তাঁর এই টুইট বার্তায়।

পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলা। জেলায় জেলায় কর্মসূচি চলছে বিভিন্ন রাজনৈতিক দলের। এই আবহেই বঙ্গে এসেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। নদিয়া উত্তর সাংগঠনিক জেলায় বিজেপির ভিত মজবুত করতে উত্তর কৃষ্ণনগর লোকসভা থেকে প্রচার শুরু বিজেপির। গতকাল সেখানে সভা করেন জে পি নাড্ডা। উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীদের মতো নেতারাও। এই লোকসভা কেন্দ্র রয়েছে তৃণমূলের ক্ষমতায়। এখানকার সাংসদ মহুয়া মৈত্রের ভালই দাপট রয়েছে এলাকায়। গতকাল বিজেপির এই জনসভায় জেপি নাড্ডা থেকে শুরু করে দিলীপ, শুভেন্দু ও সুকান্ত সকলেই এই লোকসভা কেন্দ্র জয়ের রূপরেখা তৈরি করলেন। তৃণমূলের দুর্নীতি ঘোচাতে বিজেপিই একমাত্র বিকল্প সেই পাঠ পড়ালেন উপস্থিত জনতাকে।

যে সময় জনসভা থেকে এই কেন্দ্রে নিজেদের ভোট বাড়ানোর কৌশল কষছে বিজেপি তখন চাপড়া ১ পঞ্চায়েতে খোশ মেজাজে ক্যারম খেলছেন সাংসদ মহুয়া মৈত্র। তিনি আবার দাবি করছেন, তিনি বিজেপি নেতৃত্বদের বক্তব্য শোনেনি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের নিয়ে মাথাই ঘামালেন না তৃণমূল সাংসদ। তিনি এ দিন নিজের ক্যারম খেলার একটি ভিডিয়োও পোস্ট করেন।