BJP leader beaten: বিজেপির গোষ্ঠী কোন্দল! দলেরই এক নেতাকে বেধড়ক মার কর্মীর

Islampur: অভিযোগকারীর দাবি, সৌমেন সহ আরও কয়েকজন বেশ কয়েকমাস ধরেই তাকে নানাভাবে কটূক্তি করছে।

BJP leader beaten: বিজেপির গোষ্ঠী কোন্দল! দলেরই এক নেতাকে বেধড়ক মার কর্মীর
আহত বিজেপি নেতা সন্দীপ ভট্টাচার্য (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 19, 2021 | 11:31 AM

উত্তর দিনাজপুর: পার্টি অফিসেই বিজেপির মণ্ডল সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ। ঘটনায় তীব্র চাঞ্চল্য উত্তর দিনাজপুরের ইসলামপুরে। পরে আহত বিজেপি কর্মী গিয়ে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তের হদিশ না পাওয়া গেলেও বিজেপির জেলা সভাপতি বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

ইসলামপুর টাউন মণ্ডল সভাপতি সন্দীপ ভট্টাচার্য। তিনি আর এক বিজেপি কর্মী সৌমেন ঘোষের নামে  মারধরের অভিযোগ জানিয়েছেন। অভিযোগকারীর দাবি, শনিবার রাতে তিনি ইসলামপুর শহরের শিবডাঙিপাড়া এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে যান। সেখানে যাওয়া মাত্রই সৌমেন ঘোষ পার্টি অফিসে ঢুকে তাকে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। এরপর পার্টি অফিসের ভেতরে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, সেখানে থাকা লোহার রড দিয়ে তার উপর হামলা চালায় বলে অভিযোগ তোলেন ওই বিজেপি নেতা।

এদিন ঠিক কী কারণে এই মারধরের ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। তবে অভিযোগকারীর দাবি, সৌমেন সহ আরও কয়েকজন বেশ কয়েকমাস ধরেই তাকে নানাভাবে কটূক্তি করছে। হামলা চালানো হয়েছে তার উপর।ইতিপুর্বের ও এদিনের ঘটনা জেলা এবং রাজ্য নেতৃত্বকেও জানানো হয়েছে বলে জানিয়েছেন সন্দীপ। তবে অভিযুক্তের কোনও খোঁজ না পাওয়া গেলেও বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার অবশ্য বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

এদিকে, নদিয়ায় এলাকার বাসিন্দাদের থেকে কয়েক কোটি টাকা প্রতারণা করে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল বিজেপির এসসি মোর্চার নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি অমিতোষ বসুর বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যে গাংনাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপিরই এক নেতা। তবে এক মাস কেটে গেলেও হদিশ মেলেনি ওই নেতার। ঘটনা সামনে আসার পরই অমিতোষের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেছে বিজেপি নেতৃত্ব।

নদিয়ার গাংনাপুর থানার ঘোলার বাসিন্দা অমিতোষ বসু। মাস কয়েক আগে বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার এসসি মোর্চার সভাপতি নিযুক্ত হন তিনি। তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে।  অভিযোগ, গাংনাপুর, ধানতলা এবং আশপাশের কিছু এলাকার বাসিন্দাদের থেকে তিনি টাকা তুলছিলেন। নিজে একটি সমিতি তৈরি করে গ্রামের মানুষজনের থেকে দৈনিক সঞ্চয়ের নামে টাকা তুলছিলেন। পরে বেশি অঙ্কের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও  সেই টাকা আর ফেরত দেননি বলে অভিযোগ।

আরও পড়ুন: KMC election 2021: ভোট শুরু হতেই ভুয়ো ভোটার তরজা, হাওড়া থেকে লোক আনার অভিযোগ