JCB NEW VIDEO: রয়েছে খুনের অভিযোগও, জেসিবি গ্রেফতার হতেই ‘তালিবানি শাসনের’ আরও শিউরে ওঠার মতো ভিডিয়ো প্রকাশ্যে

Chopra: জেসিবি- যাঁর আসল নাম তাজমুল। চোপড়ার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা বসছেন, গোটা গ্রামে তাজমুলই 'প্রশাসক'। তিনি বিধায়ক হামিদুল রহমানের ঘনিষ্ঠ। লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের  তৃণমূলের কোর কমিটির চেয়ারম্যান। গ্রামবাসীদের অভিযোগ, সেই সুবাদেই এলাকায় চলত জেসিবি-র দাপট।

JCB NEW VIDEO: রয়েছে খুনের অভিযোগও, জেসিবি গ্রেফতার হতেই 'তালিবানি শাসনের' আরও শিউরে ওঠার মতো ভিডিয়ো প্রকাশ্যে
ডান দিকে শনিবারের ঘটনা, বাঁ পাশের ঘটনাটি পুরনোImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 01, 2024 | 1:45 PM

উত্তর দিনাজপুর: তালিবানি কায়দায় এক মহিলা ও এক পুরুষকে রাস্তায় ফেরে লাঠির গোছা দিয়ে মার। আর এই কীর্তিতে মূল অভিযুক্ত তৃণমূল নেতা জেসিবি-র নাম এখন পৌঁছে গিয়েছে জাতীয় স্তরে। ভাইরাল ভিডিয়ো (যে ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা) প্রকাশ্যে আসার পরই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে চোপড়ার সেই ষণ্ডা মার্কা নেতা জেসিবি-কে রাতেই গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাঁকে আদালতে পেশ করা হবে। কিন্তু জেসিবি গ্রেফতার হতেই প্রকাশ্যে আসছে তাঁর একের পর এক কুকীর্তি। এক সিপিএম নেতাকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। পাশাপাশি প্রকাশ্যে এসেছে আরও এক ভাইরাল ভিডিয়ো, এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা।

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে আরও এক মহিলা ও এক পুরুষকে। পুরুষের শরীরে কোনও জামা ছিল না। মহিলার পরনে নাইটি। পিছমোড়া করে বেঁধে তাঁদের রাস্তায় হাঁটানো হচ্ছে। এক্ষেত্রেও কোনও বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ রয়েছে। যেমনটা অভিযোগ উঠেছে এই চোপড়ার ক্ষেত্রেও। আক্রান্ত মহিলা ও পুুরুষের মধ্যেও বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ রয়েছে। আর তাতেই সালিসি ডেকেছিলেন জেসিবি। নাম দিয়েছিলেন ‘ইনসাফ সভা’। আর সেখানেই চলে তালিবানি শাসন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ধরনের ঘটনার ক্ষেত্রে জেসিবি-ই কেন দায়িত্ব নিয়ে নেন এই হেন শাসনের? প্রশাসন কোথায়?

জেসিবি- যাঁর আসল নাম তাজমুল। চোপড়ার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা বসছেন, গোটা গ্রামে তাজমুলই ‘প্রশাসক’। তিনি বিধায়ক হামিদুল রহমানের ঘনিষ্ঠ। লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের  তৃণমূলের কোর কমিটির চেয়ারম্যান। গ্রামবাসীদের অভিযোগ, সেই সুবাদেই এলাকায় চলত জেসিবি-র দাপট। তাঁর ভয়ে পুলিশ প্রশাসন, সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে ভয় পেতেন সবাই। গত শনিবার সালিসি সভায় যেভাবে তালিবানি কায়দায় অত্যাচার চলেছে, সেই ঘটনার দৃশ্য লুকিয়ে মোবাইলে বন্দি করেছিলেন এক ব্যক্তি। সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন। সেখানকার বাসিন্দারা তা শেয়ারও করেছিলেন। কিন্তু সূত্রের খবর, জেসিবি-র কানে কথা পৌঁছতেই যে ব্যক্তি ভিডিয়ো করেছিলেন, তিনি গ্রামছাড়া বলে খবর। যাঁরা সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন, তাঁরা ভিডিয়োটি তুলে নেন।

এর আগেও অনেক খুনের অভিযোগ রয়েছে জেসিবি-র বিরুদ্ধে। অভিযোগ, পঞ্চায়েতের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে চোপড়ার সিপিএম নেতা মনসুর আলিকে গুলি করে খুন করা হয়। তাতেও মূল অভিযুক্ত জেসিবি-ই।

গোটা ঘটনার বিষয়ে বিধায়ক হামিদুল রহমানের ব্যাখ্যা আরও ভয়ানক। তাঁর যুক্তি, “সমাজকে খারাপ করছিল। তাই গ্রামে সালিশি বসানো হয়েছিল। তাই শাসন করতে গিয়েছিল। কিন্তু যেটা করেছে, একটু বেশি বেশি করে দিয়েছে। তার জন্য আমরাও দুঃখিত। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার চেষ্টা করছি। অন্যায়টা মেয়েটাও তো করেছে না! নিজের স্বামী, নিজের সন্তানকে বাদ দিয়ে দুশ্চরিত্র হয়েছে।”

এই গোটা বিষয়ে সোচ্চার বিরোধীরা। ইতিমধ্যেই বিষয়টি জাতীয় স্তরে পৌঁছে। এমনিতেই মাথাভাঙা এক মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনার তদন্তে বাংলায় রয়েছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। আর তার মধ্যেই এই ঘটনা। টুইট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় মেয়েদের নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলে সরব বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব।

আপনার ই-মেলের পাসওয়ার্ড হ্যাকাররা পেয়ে গেলে কী হবে ভাবুন তো
আপনার ই-মেলের পাসওয়ার্ড হ্যাকাররা পেয়ে গেলে কী হবে ভাবুন তো
সোশ্যাল মিডিয়ায় তাঁর স্তন ক্যানসারের খবর জানিয়েছিলেন অভিনেত্রী হিনা
সোশ্যাল মিডিয়ায় তাঁর স্তন ক্যানসারের খবর জানিয়েছিলেন অভিনেত্রী হিনা
ব্যাঙ্কিংয়ে মহাবিপদ, অ্যাকাউন্টে ‘আশঙ্কা’
ব্যাঙ্কিংয়ে মহাবিপদ, অ্যাকাউন্টে ‘আশঙ্কা’
রাত বিরেতে হাতে লাঠি নিয়ে অভিনেতা ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়,
রাত বিরেতে হাতে লাঠি নিয়ে অভিনেতা ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়,
বেহাল জনপদ, জবরদখল শহর! দায় কার? কী হবে হকারদের ভবিষ্যৎ?
বেহাল জনপদ, জবরদখল শহর! দায় কার? কী হবে হকারদের ভবিষ্যৎ?
লাদাখে দুর্ঘটনার কবলে 'অজেয়', মৃত্যু ৫ সেনা জওয়ানের
লাদাখে দুর্ঘটনার কবলে 'অজেয়', মৃত্যু ৫ সেনা জওয়ানের
চিকিৎসকের অকাল মৃত্যু, ময়নাতদন্ত না করেই তড়িঘড়ি দাহ করা হল কেন?
চিকিৎসকের অকাল মৃত্যু, ময়নাতদন্ত না করেই তড়িঘড়ি দাহ করা হল কেন?
কারা কারা এলেন রুক্মিনীর জন্মদিনের বিশেষ পার্টিতে?
কারা কারা এলেন রুক্মিনীর জন্মদিনের বিশেষ পার্টিতে?
দুয়ারে নতুন মহামারি, চিন্তা বাড়ছে, সাবধান হোন আজই!
দুয়ারে নতুন মহামারি, চিন্তা বাড়ছে, সাবধান হোন আজই!
গণধোলাইয়ের সুযোগ পেলে হাত গরম করতে কেউই বাদ যাচ্ছেন না আজকাল
গণধোলাইয়ের সুযোগ পেলে হাত গরম করতে কেউই বাদ যাচ্ছেন না আজকাল