লকডাউনের মধ্যরাতের রাস্তা, গাড়ির জানলার সঙ্গে পেঁচিয়ে গিয়েছে তিন যুবকের শরীর! শিউরে উঠলেন প্রত্যক্ষদর্শীরা
বৃহস্পতিবার রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে শিলিগুড়ি থেকে রায়গঞ্জগামী (Raiganj) পাঞ্জিপাড়া এলাকায়।
শিলিগুড়ি: লকডাউনের রাতের রাস্তা ফাঁকা ছিল। গাড়ি ছুটছিল হু হু করে। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। রাস্তার মাঝেই গাড়ি উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। এক জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে শিলিগুড়ি থেকে রায়গঞ্জগামী (Raiganj) পাঞ্জিপাড়া এলাকায়।
জানা গিয়েছে, গাড়িটি শিলিগুড়ি থেকে রায়গঞ্জের দিকেই যাচ্ছিল। গাড়িতে চালক ছাড়া আর তিন জন ছিল। তাঁদের দুজনের বাড়ি ডালখোলা এলাকায়। বাকি দুজন চাকুলিয়ার বাসিন্দা। লকডাউনে রাস্তা ফাঁকা থাকায়, সেভাবে ঘটনার প্রত্যক্ষদর্শী কেউ ছিলেন না।
তবে তদন্তে নেমে ও গাড়িটির অবস্থা দেখে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, গাড়ির গতিবেগ স্বাভাবিকের থেকে বেশি ছিল। অন্ধকার রাস্তার পাশে এখন অনেক লরি বড় গাড়ি দাঁড়িয়ে থাকে। দ্রুত গতিতে এসে সেই ধরনেরই কোনও গাড়িতে ধাক্কা মেরে উল্টে যায় ছোটো গাড়িটি।
আরও পড়ুন: তৃণমূলের লোকেরাই নিচ্ছে ভ্যাকসিন! ভরদুপুরে গুলি-বোমায় উত্তপ্ত হাওড়া
গাড়ির ভিতরেই দলা পাকিয়ে যায় তিন জনের দেহ। এক জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই ব্যক্তি সুস্থ হলে পুরো ঘটনা সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবে পুলিশ।