Petrol Diesel Price Hike: জ্বালানির দামে জ্বলছে বাংলা, পরিবহন কর্মীদের মিষ্টি খাইয়ে প্রতিবাদ তৃণমূলের
Petrol Diesel Price Hike: জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে আর পরিবহন কর্মীদের দুরবস্থা প্রকট করে তুলতে তাঁদেরই মিষ্টি খাইয়ে অভিনব প্রতিবাদ করেন রায়গঞ্জের তৃণমূল কর্মীরা।
উত্তর দিনাজপুর: বাড়েনি ভাড়া, অথচ বেড়ে চলেছে জ্বালানির দাম (Petrol Diesel Price Hike)। এই দ্বিমুখী চাপে সমস্যায় মtলত পরিবহন কর্মীরা। বুধবারই রায়গঞ্জে একশোর গণ্ডি ছাড়িয়েছে ডিজেল। এই অবস্থায় বাস চালানোর ক্ষেত্রে আর্থিক ক্ষতি হচ্ছে বলে বাস মালিকদের দাবি। পাশাপাশি যাত্রীদের সঙ্গে বচসাও হচ্ছে তাঁদের। আবার সরকারি বাসের ভাড়া না বাড়ায় সেদিকেই ঝুঁকছেন যাত্রীরা। এর ফলে বেসরকারি বাস প্রায় যাত্রীশূন্য ভাবেই চলছে। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে আর পরিবহন কর্মীদের দুরবস্থা প্রকট করে তুলতে তাঁদেরই মিষ্টি খাইয়ে অভিনব প্রতিবাদ করেন রায়গঞ্জের তৃণমূল কর্মীরা।
এদিকে দিনে দিনে মুনাফার বদলে আর্থিক ক্ষতির সম্ভাবনায় প্রবল চাপে বাস মালিকরা। সমস্যায় পড়তে হচ্ছে বলে পরিবহন কর্মীদের। পরিবহন কর্মীদের বক্তব্য এটাই তাঁদের রুজিরুটি। অথচ ক্ষতির আশঙ্কায় অনেক সময়ই মালিকরা বাস নামাচ্ছেন না রাস্তায়। আবার নামালেও যাত্রী উঠছে না। ফলে উভয় সঙ্কটে পরিবহনকর্মীরা। পরিবারের অন্ন সংস্থানেই হিমশিম খেতে হচ্ছে তাঁদের। তৃণমূল নেতা অরিন্দম সরকার বলেন, “সাধারণ মানুষ কীভাবে চলবে, তাতে কেন্দ্রের কোনও মাথা ব্যথা নেই। দিনের পর দিন যেভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, তাতে মানুষ না খেতে পেয়ে মরবে। আগামী ২০২৪ এর নির্বাচনেই এর প্রতিফলন দেখতে পাবে ওরা।”
বিজেপি নেতা বাসুদেব সরকারের পাল্টা বক্তব্য, “পেট্রোল, ডিজেলের দাম বেড়েছে, এটা চিন্তার বিষয়। তবে কেন্দ্র এটাকে জিএসটির আওতায় আনতে চাইছে। তাহলে পেট্রোল ডিজেলের দাম অনেকাংশে কমে যাবে। তবে বাংলার সরকার জিএসটি কাউন্সিলে দাবি করুক, পেট্রোল ডিজেলকে জিএসটির আওতায় আনা হোক।”
উল্লেখ্য, এই অতিমারি পরিস্থিতিতে, একাধিক পরিবহন কর্মী আত্মহত্যার খবরও প্রকাশ্যে এসেছে। জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে তৃনমুল কংগ্রেস। তাদের দাবি, পেট্রোল-ডিজেলে কেন্দ্রের নিয়ন্ত্রণে নেই, ফলে আম আদমিকে ভুগতে হচ্ছে। আবার তৃণমূলের মন্তব্যের পালটা বিজেপির বক্তব্য, শীঘ্রই জিএসটির আওতায় এলেই এই জ্বালানির মূল্যবৃদ্ধির সমস্যা মিটে যাবে।
এদিকে রায়গঞ্জের পৌর বাসস্ট্যান্ডে যাত্রী ও পরিবহন কর্মীদের মিষ্টি খাইয়ে অভিনব প্রতিবাদ করে তৃনমুল মোটর কর্মী ইউনিয়ন। যদিও এই তরজার মাঝেই পরিবহন ব্যবস্থা ভেঙে পড়লে তাতে আগামীতে পরিবার নিয়ে তীব্র সমস্যায় পড়তে হবে বলেই জানিয়েছেন পরিবহণ কর্মীরা। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, যে হারে জ্বালানি তেলের দাম বাড়ছে তাতে রোজই চাপের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ভারত বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় জ্বালানি তেল আমদানি করা দেশ। ভারতের তেলের চাহিদার ৮৫ শতাংশই আমদানি করা হয় মধ্য-পূর্বের তেল উৎপাদনকারী দেশগুলি থেকে। বর্তমানে বিশ্ববাজারে ক্রুড অয়েল অর্থাৎ অপরিশোধিত তেলের দাম বেড়ে চলেছে। ফলে তার প্রভাব পড়ছে ভারতের জ্বালানি তেলের মূল্যের উপরেও।
দেশে তেলের দাম বাড়লেও কেন্দ্রীয় সরকারের তরফে এখনই জ্বালানি তেলের উপর কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেন্দ্রীয় সরকারের মতে, যদি জ্বালানি তেলের উপর লিটার প্রতি ৫ টাকা এক্সসাইজ ডিউটি কমানোও হয় তাহলে তেলের বাড়তি দাম থেকে মাত্র ০.২০ শতাংশ কম হবে। যা এমনকিছু প্রভাব ফেলবে না বাড়তি দামে। প্রসঙ্গত ২০২০ সালে মার্চ থেকে ২০২১ এর মাঝামাঝি পর্যন্ত কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্যের এক্সসাইজ ডিউটি থেকে ৩.৩৫ কোটি টাকা আয় করেছে। সরকারের মতে এই আয় আরও বেশি হতে পারত কিন্তু লকডাউনের কারণে এই আয় কম হয়েছে।
চলতি মাসে তিনদিন বাদ দিয়ে এখনও পর্যন্ত মোট ২০বার বেড়েছে পেট্রোল ডিজেলের দাম। তবে যে হারে দাম বাড়ছে তাতে আগামী দিনে আরও সমস্যায় পড়তে চলেছে সাধারণ মানুষ। প্রতিদিনই পেট্রোল ডিজেলের দাম ৩৫ পয়সা করে বেড়ে চলেছে। তবে পেট্রোপণ্যের দাম কমাতে কেন্দ্রীয় সরকারের তরফে পদক্ষেপ গ্রহণ করার কথা ভাবা হচ্ছে।
আরও পড়ুন: NIA Raid: উপত্যকায় জঙ্গি হানার মদত ‘নিষিদ্ধ’ জামাত গোষ্ঠীর, টাকার খোঁজে ১৭ জায়গায় তল্লাশি এনআইএ-র