Hospitalised: প্রচণ্ড গরমে ফুটবল প্রতিযোগিতা, অসুস্থ হয়ে হাসপাতালে চার মহিলা ফুটবলার
Chopra: চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রামপঞ্চায়েতের দেবীঝোড়া ফুটবল মাঠ। সেখানে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উত্তর দিনাজপুর: ফুটবল খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন চার মহিলা ফুটবলার। উত্তর দিনাজপুরের চোপড়ার ঘটনা। স্থানীয় দেবীঝোড়া এলাকা খেলার সময় এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। স্থানীয়দের দাবি, শুক্রবার প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন তাঁরা। ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। সেখানেই ভর্তি রয়েছেন তাঁরা। তাঁদের কোচ জানান, সকাল থেকেই গরম খুব বেশি। তার মধ্যে মাঠে ছোটাছুটি করে কাহিল পড়ে মেয়েরা। তাঁর অনুমান, সান স্ট্রোক হয়ে থাকতে পারে এই চার ফুটবলারের।
চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রামপঞ্চায়েতের দেবীঝোড়া ফুটবল মাঠ। সেখানে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে অংশ নিয়েছিলেন ইসলামপুর কোচিং সেন্টারের মহিলা ফুটবল দল। খেলা শেষে একের পর এক মহিলা ফুটবলার অসুস্থ হতে শুরু করেন। স্থানীয়রা জানান, একে একে অচৈতন্য হতে শুরু করেন তাঁরা।
ফুটবল দলের কোচ সুভাষ দাস বলেন, “আজ খুবই গরম। এর মধ্যে আমরা একটা প্রতিযোগিতায় যাই। খুবই গরম ছিল। ম্যাচের শেষে দু’জন মেয়ে ওখানেই অসুস্থ হয়ে পড়ে। ওদের দাঁতে দাঁত লেগে যায়। প্রথমে চোপড়া হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সেখান থেকে ইসলামপুরে পাঠিয়ে দেয়। আসতে আসতে রাস্তায় আবার তিনজন অসুস্থ খারাপ হয়ে পড়ে। ওদেরও হাসপাতালে ভর্তি করা হল। মোট চারজন। মনে হচ্ছে সান স্ট্রোক হয়ে গিয়েছে। এর আগে রায়গঞ্জেও হয়েছিল একবার।”
মহম্মদ শামি নামে এক ব্যক্তি উপস্থিত ছিলেন হাসপাতালে। তিনি বলেন, “আমাদের এখানে খুবই গরম। গরমে খেলতে গিয়ে অজ্ঞান হয়ে যায়। চারজনই মেয়ে। ডাক্তাররা দেখছেন। আগের থেকে কিছুটা ভাল। চিকিৎসা চলছে।” তাঁর কথায়, এখন গোটা রাজ্যেই খেলা বন্ধ রাখা দরকার। যাঁরা খেলাধূলার সঙ্গে যুক্ত, তাঁরা সবরকম আবহাওয়াতেই খেলেন। তবে হঠাৎ করে এতটা গরম পড়ে যাওয়ায় আপাতত খেলা বন্ধ রাখলেই ভাল ছিল।