পরিবর্তন হচ্ছে ভোটগ্রহণ কেন্দ্র! ভাড়া বাড়িতে থাকা সরকারি দফতরে হবে না বুথ
রাজ্যে বিধানসভা নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ করোনাভাইরাস। তাই ছক কষেই মাঠে নামছে নির্বাচন কমিশন।
TV9 বাংলা ডিজিটাল: সামনেই একুশের বিধানসভা নির্বাচন। সব দল ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। পুরো দমে চলছে নির্বাচন কমিশনের (Election Commission) কাজও। নির্বাচন কমিশন রাজ্যকে নির্দেশ দিয়েছে এবার কোনও সরকারি ভাড়া বাড়িতে ভোটগ্রহণের বুথ করা যাবে না। সেই নির্দেশ কায়েম করতে কাজ শুরু করে দিয়েছে সব জেলা প্রশাসনই।
পশ্চিম বর্ধমানের মোট ২৬ টি ভোটগ্রহণ কেন্দ্রের পরিবর্তন হচ্ছে। জেলাশাসক পূর্নেন্দু মাজি জানিয়েছেন, ভাড়া বাড়িতে থাকা সরকারি দফতরগুলি থেকে ভোটগ্রহণ কেন্দ্রগুলিকে আইসিডিএসে পরিবর্তন করার কথা ভাবা হয়েছে। পাঁচটি নতুন বুথ করারও প্রস্তাবনায় অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। করোনা আবহে এ রাজ্যে ভোট প্রথম। এর আগে দেশের মধ্যে বিহার বিধানসভা নির্বাচন ও বেশ কয়েকটি রাজ্যে উপ নির্বাচন হয়েছে। করোনা কালে বুথ সংখ্যা বাড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার দিকে জোর দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া বয়স্ক ও বিশেষ ভাবে সক্ষম ভোটারদের বাড়ি থেকেই পোস্টাল ব্যালটের সুবিধা দেওয়া হয়েছে।
এ রাজ্যেও সেই একই পদ্ধতিতে হাঁটার কথা ভাবছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বুথ ভিত্তিক বয়স্ক ও বিশেষ ভাবে সক্ষমদের তালিকা প্রস্তুতের কাজ শুরু হয়েছে। যারা বিশেষ ভাবে সক্ষম কিন্তু তাদের শংসাপত্র নেই, তাদের দ্রুত শংসাপত্র পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে। যাদের বয়স আশির বেশি এবং যারা বিশেষ ভাবে সক্ষম, তারা যাতে পোস্টাল ব্যালটের সম্পূর্ণ সুবিধা পান, সে দিকে নজর রাখছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: শতাব্দী রায়ের সোনা প্রতারণা মামলায় সুকুমারের পর গ্রেফতার তার ছেলেও!
বুথ স্তরে এই বিশেষ ভোটারদের খসড়া তালিকা ইতিমধ্যেই প্রস্তুত। এখন নাম, ঠিকানা, ফোন নম্বর সংগ্রহের কাজ চলছে। রাজ্যে বিধানসভা নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ করোনাভাইরাস। তাই ছক কষেই মাঠে নামছে নির্বাচন কমিশন।