ভোট প্রচারের শেষ রোববার, বঙ্গে ঝড় তুলবে মোদী-শাহ জুটি, পূর্ব মেদিনীপুরে তিনটি সভা মমতার
বাংলায় শুরু হয়ে যাবে ভোটগ্রহণপর্ব (West Bengal Assembly Election 2021)। এখন চলছে চূড়ান্ত পর্যায়ের প্রচার। আজ তো রীতিমতো সুপার সানডে। এই প্রথম আজ একইসঙ্গে রাজ্যে প্রচারে ঝড় তুলবেন মোদী (Narendra Modi), শাহ (Amit Shah)।
কলকাতা: হাতে গোনা আর ছ’দিন দিন। তারপরেই বাংলায় শুরু হয়ে যাবে ভোটগ্রহণপর্ব (West Bengal Assembly Election 2021)। এখন চলছে চূড়ান্ত পর্যায়ের প্রচার। আজ তো রীতিমতো সুপার সানডে। এই প্রথম আজ একইসঙ্গে রাজ্যে প্রচারে ঝড় তুলবেন মোদী (Narendra Modi), শাহ (Amit Shah)। বাঁকুড়ার তিলাবেদিয়ায় সভা করবেন মোদী। রাঢ়ভূমে গেরুয়া ঝড় বজায় রাখতে মোদী নতুন কী বার্তা দেন সেদিকে তো নজর থাকবেই। নজর থাকবে পূর্ব মেদিনীপুরেও।
কারণ এই জেলায় আজ মমতা-অমিত শাহর ডুয়েল দেখবে রাজ্যবাসী। দুজনেরই দুটি করে সভা রয়েছে। স্বাভাবিকভাবেই আক্রমণ, প্রতি আক্রমণে সরগরম হবে বঙ্গ রাজনীতি। তারমধ্যে শাহের মঞ্চে দেখা যেতে পারে কাঁথির সাংসদ শিশির অধিকারীকে। এদিনই আবার কলকাতায় ফিরে বিজেপির ইস্তাহার প্রকাশ করবেন অমিত শাহ। সবমিলিয়ে হাইভোল্টেজ ম্যাচ।
রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ আগামী ২৭ মার্চ, শনিবার। ঠিক তার আগে প্রচারের শেষ রবিবার বাংলা কাঁপাতে জুটি বেঁধেছেন মোদী-শাহ। বাঁকুড়ায় সভা করবেন মোদী, শুভেন্দু গড় এগরায় সভা রয়েছে অমিত শাহের। আবার রবিবারই বিকেলে বিজেপির ইস্তেহার প্রকাশিত হওয়ার কথা।
আরও পড়ুন: দুয়ারে সুশান্ত, মানুষের সঙ্গে পাত পেড়ে খাওয়া থেকে জনসংযোগ, প্রচারে ঝড় তুলছেন বাম নেতা
পূর্ব মেদিনীপুরে ৩ সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। পূর্ব মেদিনীপুরে আজ তিনটি জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। পূর্ব মেদিনীপুরে নির্বাচনী প্রচার করবেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বৃন্দাবনচক ও জামবাড়িতে দুটি পথসভা করার কথা রয়েছে শুভেন্দুর। লক্ষ্য নীলবাড়ি দখল। তার আগেই বাংলার নেতাদের পাঠ পড়াতে বদ্ধপরিকর সুপ্রিমোরা।