প্রচার সেরে ফেরার পথে তৃণমূলকর্মীদের উপর মারধর, হামলার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে
শাসক শিবিরের অভিযোগ, শনিবার রাতে প্রচার সেরে ফেরার পথে আচমকা তৃণমূল কর্মীদের উপর হামলা করে কয়েকজন দুষ্কৃতী। মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শুধু কর্মীদের নয়, সাধারণ মানুষের বাড়িতে গিয়েও হামলা করা হয়েছে এমনটাই অভিযোগ করেন তৃণমূল কর্মী সমর্থকরা।
দক্ষিণ দিনাজপুর: শীতলকুচির আতঙ্ক কাটতে না কাটতেই এ বার ঘাস-পদ্ম (TMC-BJP) সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল প্রতিবেশী গঙ্গারামপুর। শনিবার রাতে, গঙ্গারামপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পালপাড়া-সহ বিভিন্ন এলাকায় প্রচার সেরে ফেরার পথে তৃণমূল কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
শাসক শিবিরের অভিযোগ, শনিবার রাতে প্রচার সেরে ফেরার পথে আচমকা তৃণমূল (TMC) কর্মীদের উপর হামলা করে কয়েকজন দুষ্কৃতী। মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শুধু কর্মীদের নয়, সাধারণ মানুষের বাড়িতে গিয়েও হামলা করা হয়েছে এমনটাই অভিযোগ করেন তৃণমূল কর্মী সমর্থকরা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ভোটের আগে অশান্তি করার চেষ্টা করছে বিজেপি। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতায় আসতে চাইছে গেরুয়া শিবির (BJP)। এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি ও গঙ্গারামপুরের প্রার্থী গৌতম দাস। পাল্টা বিজেপির জেলা সম্পাদক বাপি সরকার এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তৃণমূল হেরে যাবে বলেই ভয়ে এমন মিথ্যা গুজব ছড়াচ্ছে।
আরও পড়ুন: দুবরাজপুরে বিজেপি প্রার্থীর উপর হামলা, কাঠগড়ায় তৃণমূল