BJP: বিজেপি বিধায়কের নামে ‘নিখোঁজ’ পোস্টার, এক বছর ধরে নাকি খুঁজেই পাওয়া যাচ্ছে না…
BJP: ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের গড় হিসাবে পরিচিত ইন্দাসে থাবা বসায় পদ্মশিবির। তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়ী হন পদ্মপ্রতীকের প্রার্থী নির্মল।
বাঁকুড়া: বিজেপি বিধায়কের (BJP MLA) নামে নিখোঁজ পোস্টার পড়ল বাঁকুড়ায়। ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়ার নামে এই পোস্টার পড়েছে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বাঁকুড়ার পাত্রসায়র ব্লকের কুশদ্বীপ গ্রামপঞ্চায়েত কার্যালয় সংলগ্ন পান্ডুয়া বাজারের বিভিন্ন দেওয়ালে সোমবার বিকাল থেকে নির্মল ধাড়ার নামে এই নিখোঁজ পোস্টার দেখা যায়। তাতে বিধায়কের ছবিও ব্যবহার করা হয়েছে। যদিও বিধায়কের দাবি, এসব তৃণমূলের লোকজনের কীর্তি। অভিযোগ মানতে নারাজ শাসকদল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের গড় হিসাবে পরিচিত ইন্দাসে থাবা বসায় পদ্মশিবির। তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়ী হন পদ্মপ্রতীকের প্রার্থী নির্মল। সেই নির্মল ধাড়ার নামেই এবার নিখোঁজ পোস্টার পড়ল এলাকায়। পাত্রসায়রের পান্ডুয়া বাজারের ব্যাঙ্ক, চায়ের দোকান -সহ বেশ কিছু দোকানের দেওয়ালে সাদা কাগজে ছাপানো সন্ধান চাই শীর্ষক বেশ কিছু পোস্টার সাঁটানো হয়। সেখানে লেখা হয়, ‘গত ২ মে ২০২১ থেকে তাঁকে এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না।’ যোগাযোগের জন্য একটি নম্বরও দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা লক্ষ্মীকান্ত মাল বলেন, “বাসে উঠব বলে এসেছি। এসে দেখি নির্মল ধাড়া হারিয়ে গিয়েছেন বলে পোস্টার সাঁটানো। কারা করল তা তো আমরা বলতে পারব না। তবে এরকম ছবি দেখে আমরাও অবাক।” এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক বলেন, “দেড় মাস ধরে আমাদের বিধানসভা অধিবেশন চলছে। বিধায়কের কাজই এলাকার লোকজনের সমস্যার কথা শুনে তা সেই বিধানসভায় বলা। আমরা তো সেই কাজই করছিলাম। আমার মনে হয় এগুলি যারা করছে, তাদের চোখটা খারাপের দিকে যাচ্ছে। ডাক্তার দেখিয়ে নিক।”
যদিও বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল যুব সভাপতি সুব্রত দত্ত বলেন, “আমি সংবাদমাধ্যমেই জানলাম বিষয়টা। তবে যে বা যারা করেছে, বাস্তবটা তুলে ধরার চেষ্টা করেছে। এখানকার বিধায়ক মানুষের কাজের জন্য তাঁকে নির্বাচিত করেছিল। উনি তাতে ব্যর্থ। মানুষ তাই নিজের কথা তুলে ধরছে এভাবে।” যদিও নির্মল ধাড়ার কথায়, চারদিকে দুর্নীতিতে ডুবে রয়েছে তৃণমূল। সেসব দিক থেকে নজর ফেরাতে এসব করে বেড়াচ্ছে।