মুখ্যমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও মেলেনি চাকরি! বিক্ষোভে ফের পথে নামলেন প্রাক্তন কেএলও জঙ্গিরা

মুখ্যমন্ত্রীর ঘোষণার পর কোচবিহারের ১৫১ জন প্রাক্তন কেএলও ও কেএলও নির্মাণ কমিটির সদস্যর চাকরি হয়। বঞ্চিত হন কমপক্ষে ৭৩ জন।

মুখ্যমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও মেলেনি চাকরি! বিক্ষোভে ফের পথে নামলেন প্রাক্তন কেএলও জঙ্গিরা
মুখ্যমন্ত্রীর আশায় বাঁচেন তাঁরা, নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Jan 24, 2021 | 7:16 PM

কোচবিহার : সুজাপুরের কর্মীসভায় প্রাক্তন কেএলও(KLO) জঙ্গি ও লিংকম্যানদের জন্য স্পেশাল হোমগার্ডের চাকরির ঘোষণা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কিন্তু, চাকরি পাননি এমন অভিযোগ তুলে রবিবার সকালে কোচবিহার পৌরসভার অফিসের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ করলেন প্রাক্তন কেএলও জঙ্গিরা।

প্রাক্তন কেএলও(KLO) তাপস রায় জানান , মুখ্যমন্ত্রীর ঘোষণার পর কোচবিহারের ১৫১ জন প্রাক্তন কেএলও ও কেএলও নির্মাণ কমিটির সদস্যর চাকরি হয় | বঞ্চিত হন কমপক্ষে ৭৩ জন। অথচ, যোগ্যতার মাপকাঠিতে তাঁরাও বাকিদের থেকে কম নন। তাহলে কেন তাঁদের চাকরি হল না?এই অভিযোগেই বাধ্য হয়ে পথে নামেন তাঁরা।

আরও পড়ুন : ব্লু-ফিল্মে তৃণমূল উদয়ন গুহর ছবি ব্যবহারের হুমকি, পুলিসের দ্বারস্থ দিনহাটার বিধায়ক

কেএলও নির্মাণ কমিটির সদস্য কুমার অরুণ নারায়ণের অভিযোগ, স্পেশাল হোমগার্ডের পদে কীভাবে নিয়োগ হচ্ছে তা নিয়ে রীতিমতো অন্ধকারে আছেন তাঁরা। পদনিয়োগে ‘অস্বচ্ছতা’ ও ‘তোষণনীতি’ চলছে বলেই মনে করছেন কেএলও কমিটির সদস্যদের একাংশ।

আরও পড়ুন :  নেতাজীর জন্মবার্ষিকী উদযাপন লক্ষ্যে সায়ন্তন বসুর মঞ্চে আগুন!

এই প্রথম নয়। এর আগেও একাধিকবার নিজেদের চাকরির দাবিতে পথে নেমেছিলেন প্রাক্তন কেএলও জঙ্গিরা। গত বছর, সুজাপুরের কর্মীসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) দ্বারস্থ হন তাঁরা। তাঁদের সমস্যার আশু সমাধানের আশ্বাস দেন খোদ মুখ্যমন্ত্রী। সভায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কেএলও জঙ্গিদের চিঠি তিনি পেয়েছেন। তাঁদের সমস্যা যথাযথ খতিয়ে দেখা হবে। কিন্তু, এক বছর কেটে গেলেও সমাধান হয়নি বলে অভিযোগ। যাঁরা ‘শহিদ’ হয়েছেন,বা যাঁরা আত্মসমর্পণ করেছেন তাঁদের পরিবারের অন্তত একজনের চাকরি দিতে হবে, এমনটাই দাবি করেছেন কেএলও জঙ্গিরা। পাশাপাশি, এও জানিয়েছেন, তাঁরা মুখ্যমন্ত্রীর থেকে সদর্থক পদক্ষেপ আশা করেন। তাই দ্রুত নিয়োগের দাবিতে পথে নেমেছেন তাঁরা। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে পিছপা হবেন না বলে হুঁশিয়ারি কেএলও(KLO) সদস্য ও কর্মীদের।