মেয়ের বিয়ের জমানো ১১ লক্ষ টাকা ৭ দিনেই উদ্ধার করল পুলিশ

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তের পর স্পষ্ট ধারণা হয়, চাঁদনীর চেনা কেউই এই চুরি করেছে। সন্দেহ আরও পাকা হওয়ার পরেই পুলিশ চাঁদনীর প্রতিবেশী শেখ হাসমত আলিকে গ্রেফতার করে।

মেয়ের বিয়ের জমানো ১১ লক্ষ টাকা ৭ দিনেই উদ্ধার করল পুলিশ
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: Feb 14, 2021 | 5:24 PM

পূর্ব বর্ধমান: মেয়ের বিয়ের জন্য তিলে তিলে ১১ লক্ষ টাকা জমিয়েছিলেন ভাতারের চাঁদনীহারা খাতুন। সেই টাকাই গত রবিবার বাড়ি থেকে চুরি (Stolen) হয়ে যায়। মাথায় আকাশ ভেঙে পড়ে চাঁদনীহারার। মাত্র ৭ দিনে টাকা-সহ চোরও ধরা পড়ল পুলিশের জালে।

জানা গিয়েছে, ভাতারের বাসিন্দা চাঁদনীহারা খাতুন পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী। ছোট মেয়ের বিয়ের জন্য তিলে তিলে ১১ লক্ষ টাকা জমিয়েছিলেন তিনি। রবিবার রাতে একটি অনুষ্ঠানে যান তিনি। ফিরে এসে দেখেন, গেটে তালা দেওয়া। আলমারির চাবি ফ্রিজের উপর রাখা। অথচ, তিনি চাবি রেখে গিয়েছিলেন, ঘরের একটি আলাদা বাক্সে। টাকা যে চুরি (Stolen) গিয়েছে তা বুঝতে বিশেষ সময় লাগেনি চাঁদনীহারার। ভাতার থানায় অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: ভ্যানিশিং কালি ভ্যানিশ করে দিল অ্যাকাউন্টের টাকা, মাথায় হাত ব্যবসায়ীর

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তের পর স্পষ্ট ধারণা হয়, চাঁদনীর চেনা কেউই এই চুরি (Stolen) করেছে। সন্দেহ আরও পাকা হওয়ার পরেই পুলিশ চাঁদনীর প্রতিবেশী শেখ হাসমত আলিকে গ্রেফতার করে। গত বুধবার, প্রথম দফা জেরার পর হাসমতের বাড়ি থেকে ৬ লক্ষ ২০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। শনিবার রাতে, বাকি ৪ লক্ষ ৮০ হাজার টাকা ফের হাসমতের বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।রবিবার বর্ধমান আদালতে পাঠানো হয় ধৃত হাসমতকে। স্বস্তিতে চাঁদনীহারা।