কুকুরের টানাটানিতে ড্রেনে ফেলে দেওয়া প্লাস্টিক থেকে উদ্ধার সদ্যোজাতর মৃতদেহ

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কে বা কারা মৃতদেহটি ফেলে দিয়ে গিয়েছে তা নিয়ে ধন্দে প্রশাসন।

কুকুরের টানাটানিতে ড্রেনে ফেলে দেওয়া প্লাস্টিক থেকে উদ্ধার সদ্যোজাতর মৃতদেহ
প্রতীকী চিত্র
Follow Us:
| Updated on: Jan 06, 2021 | 5:57 PM

শ্রীরামপুর: সকালে ড্রেন পরিষ্কার করছিলেন সাফাইকর্মীরা। ড্রেনে ফেলে দেওয়া আবর্জনার প্লাস্টিক থেকেই উদ্ধার হল এক সদ্যোজাত শিশুকন্যার(Newborn) মৃতদেহ। বুধবার সকালে শ্রীরামপুরের কৈলাস চ্যাটার্জি লেনের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন : রাস্তার কলে মুখ ধুতে এসেছিলেন গৃহবধূ, পিষে দিয়ে গেল ইট বোঝাই গাড়ি

স্থানীয় সূত্রের খবর, রোজকার মতই ড্রেন পরিষ্কার করছিলেন সাফাইকর্মীরা। সেইসময় আবর্জনার মধ্যে থাকা একটি প্লাস্টিক নিয়ে টানাটানি শুরু করে একটি কুকুর। তখনই প্লাস্টিক ছিঁড়ে বেরিয়ে আসে সদ্যোজাত শিশুকন্যার(Newborn) মৃতদেহ। তড়িঘড়ি থানায় খবর দেন স্থানীয়রা।

আরও পড়ুন : ‘পিসির জন্মদিনে শুভেচ্ছা আর নিষ্পাপ নাবালিকাকে ধর্ষণ!’, খড়িবাড়ি-কাণ্ডে সরব বিজেপি

পুলিস জানিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কে বা কারা মৃতদেহটি ফেলে দিয়ে গিয়েছে তা নিয়ে ধন্দে প্রশাসন। পুলিসের প্রাথমিক অনুমান রাতের অন্ধকারেই ঘটনাটি ঘটানো হয়েছে। ‘অবৈধ সন্তান’ হওয়ার জন্য এমন কাজ করা হয়েছে বলেই মনে করছে পুলিস। অপরাধীকে ধরতে এলাকার সিসিটিভি ফুটেজগুলি খতিয়ে দেখা হচ্ছে।