আদালতের রক্ষাকবচ জোগাড়ে প্রাথমিক ধাক্কা সৌমেন্দুর

সবপক্ষকে হলফনামা জমা দিতে বলেছে কলকাতা হাই কোর্ট। এরপরই বিষয়টি নিয়ে বিচার বিবেচনা হবে।

আদালতের রক্ষাকবচ জোগাড়ে প্রাথমিক ধাক্কা সৌমেন্দুর
অলঙ্করণ: অভীক দেবনাথ
Follow Us:
| Updated on: Jan 06, 2021 | 4:40 PM

কলকাতা: আদালতের রক্ষাকবচ জোগাড়ে প্রাথমিক ধাক্কা সৌমেন্দু অধিকারীর। কাঁথির পুরপ্রশাসক মামলায় হলফনামার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। ২১ জানুয়ারি সব পক্ষকে হলফনামা দিতে নির্দেশ। সেদিনই পরবর্তী শুনানি হবে। প্রশাসক বদলের সিদ্ধান্তের উপর “জুডিশিয়াল রিভিউ’ করা যায় কি না তা বিবেচনা করবে বিচারপতি অরিন্দম সিনহার সিঙ্গল বেঞ্চ। তবে সবপক্ষের হলফনামা পাওয়ার পরই বিষয়টি পর্যালোচনা করবে আদালত।

আরও পড়ুন: নেতাই নন্দীগ্রাম ঘিরে কাল সম্মুখ সমরে তৃণমূল-শুভেন্দু

গত ২৮ ডিসেম্বর পুর ও নগরোন্নয়ন দফতর একটি নির্দেশিকা জারি করে জানায় এবার থেকে কাঁথি পুরসভার প্রশাসক পদ সামলাবেন সিদ্ধার্থ মাইতি। এতদিন যে পদ সামলেছেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। এই নির্দেশিকা ঘিরে ক্ষোভে ফেটে পড়েন অধিকারী পরিবারের সদস্যরা। রাতারাতি তৃণমূল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে নেন তিনি। দাদা শুভেন্দুর সভামঞ্চ থেকেই ‘পরিবর্তনের পরিবর্তন’ করার ডাক দেন সৌমেন্দু। পাশাপাশি প্রশাসক পদ থেকে অপসারণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা করেন তিনি। এই নির্দেশের স্থগিতাদেশের আর্জি জানান।

আরও পড়ুন: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে শাহরুখ, টুইটারে জানালেন মমতা

বুধবার সেই মামলার শুনানি চলাকালীন আদালত জানিয়ে দিল এখনই অন্তর্বর্তী কোনও স্থগিতাদেশ নয়। ২১ তারিখে হলফনামা দাখিল করতে হবে সবপক্ষকে। তারপর এই মামলা বিচার্য। এর আগেই রাজ্যের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতকে জানিয়েছিলেন, বিদায়ী কাউন্সিলর রাজ্যের সিদ্ধান্ত নিয়ে কোনও প্রশ্ন তুলতে পারেন না। এই অপসারণ এক্তিয়ার বহির্ভূত নয়। এদিন আদালত জানিয়েছে, রাজ্যকেও জানাতে হবে এই অপসারণ বিধিসম্মত কি না। অর্থাৎ সবপক্ষকেই হলফনামায় জানাতে হবে নিজেদের বক্তব্যের স্বপক্ষে যুক্তি।