ঠাকুরনগরে ছেঁড়া হল অমিত শাহর ফ্লেক্স, তুঙ্গে বিতর্ক
শাহী-ফ্লেক্স ছেঁড়া নিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে জোর তরজা শুরু হয়েছে। বনগাঁর বিজেপি জেলা সম্পাদক দেবদাস মণ্ডলের দাবি, "এই কাজ তৃণমূল আশ্রীত দুষ্কৃতীর।"
উত্তর ২৪ পরগনা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহর (Amit Shah) ফ্লেক্স ছেঁড়া ঘিরে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। গোবরডাঙার নক পুল ফার্ম গেটে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফ্লেক্স ছেঁড়া হয় বলে অভিযোগ। আর এই ঘটনায় সরাসরি তৃণমূল আশ্রীত দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। গোটা ঘটনার ছবি ধরা পড়েছে স্থানীয় ক্লাবের সিসিটিভিতে।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, শনিবার রাত ১ টা ৪০ নাগাদ একটি ন্যানো গাড়ি থেকে নেমে আসেন এক ব্যক্তি। রাস্তার পাশে থাকা স্বরাষ্ট্রমন্ত্রীর (Amit Shah) একটি ফ্লেক্স ছিঁড়ে দেন ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তারপর গাড়িতে উঠে সেখান থেকে চলে যান।
আরও পড়ুন : চায়ের আড্ডায় বচসা, তৃণমূল কর্মীকে মাটিতে ফেলে কুপিয়ে ‘খুন’
শাহী-ফ্লেক্স ছেঁড়া নিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে জোর তরজা শুরু হয়েছে। বনগাঁর বিজেপি জেলা সম্পাদক দেবদাস মণ্ডলের দাবি, “এই কাজ তৃণমূল আশ্রীত দুষ্কৃতীর।” বিজেপির পক্ষ থেকে গোটা ঘটনার লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।
আরও পড়ুন : দল ছাড়লেন আরও এক তৃণমূল বিধায়ক
অন্যদিকে, এই অভিযোগের গোটাটাই ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। টিএমসি নেতা অজিত শাহ বলেছেন, “সিসিটিভি ফুটেজের মাধ্যমে প্রকৃত দোষী ধরা পড়লে অবশ্যই তার শাস্তি হবে। কিন্তু, আমি হলফ করে বলতে পারি, তৃণমূলের কেউ এ কাজ করেনি। বিজেপির নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই কাণ্ড ঘটেছে।”
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি বনগাঁ সভা করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah)। সে উপলক্ষে শাহর ফ্লেক্স, ব্যানার, পোস্টারে সেজেছিল বনগাঁ-গোবরডাঙা পাশ্ববর্তী এলাকা।