চায়ের আড্ডায় বচসা, তৃণমূল কর্মীকে মাটিতে ফেলে কুপিয়ে ‘খুন’
তৃণমূল কর্মী সাদ্দাম মোমিন ওই সভায় যোগ দিয়েছিলেন। তারপর এলাকাতেই একটি চায়ের দোকানে বসে ছিলেন তিনি।
মুর্শিদাবাদ: প্রকাশ্যেই তৃণমূল কংগ্রেস কর্মীকে কুপিয়ে খুন। চাঞ্চল্যকর অভিযোগ মুর্শিদাবাদের (Murshidabad) সুতি এলাকায়। অভিযোগের তির কংগ্রেসের দিকে। মৃতের নাম সাদ্দাম মোমিন (২৮)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে. বিতর্কিত তিন কৃষি আইনের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভার আয়োজন করেছিল তৃণমূল। সুতির কাশিমনগরের শঙ্করপুর এলাকায় ওই সভা ছিল। তৃণমূল কর্মী সাদ্দাম মোমিন ওই সভায় যোগ দিয়েছিলেন। তারপর এলাকাতেই একটি চায়ের দোকানে বসে ছিলেন তিনি।
ওই দোকানে আগে থেকেই বসে ছিলেন আরও তিন চার জন। তাঁরা এলাকায় কংগ্রেস কর্মী বলেই পরিচিত। চায়ের কাপ হাতেই তাঁদের সঙ্গে সামান্য বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন সাদ্দাম। কিন্তু মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিষয়টি হাতাহাতিতে পৌঁছয়। অভিযোগ, সাদ্দামের ওপর চড়াও হন বাকি তিন জন। মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
হাঁসুয়া জাতীয় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয় বলে অভিযোগ। চিৎকার শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। চায়ের দোকানের মালিক ততক্ষণে ভয়ে এলাকা ছাড়েন। পালিয়ে যান অভিযুক্ত কংগ্রেস কর্মীরাও। রক্তাক্ত সাদ্দামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা সাদ্দামকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনায় দুই ব্যক্তি ইবরাহিম মোমিন ওরফে জামিরুল এবং ইসোব মোমিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তৃণমূল। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগ অস্বীকার করেছেন কংগ্রেস। এপ্রসঙ্গে তৃণমূল নেতা লতিফুর রহমান বলেন, “আমাদের দলের নামে কুৎসা করছিল কংগ্রেস কর্মীরা। আমাদের কর্মী তার প্রতিবাদ করে। তার জন্যই খুন করা হয় তাকে।”
আরও পড়ুন: সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন, দাউ দাউ করে পুড়ল শতাধিক দোকান
ঘটনায় কংগ্রেস ব্লক সভাপতি আলফাজুদ্দিন বিশ্বাস বলেন, “যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠছে, তিনি কংগ্রেস সক্রিয় তৃণমূল কর্মী। কংগ্রেসের এত শক্তি কোথায়, যে কাউকে মারবে, কাটবে?”