বাড়িতে ঢুকে অচেনা মহিলার শাসানি, উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ
বাড়িতে ঢুকেই বিবাহিত মুরসেলিমকে আলাদা ঘরে ডেকে নিয়ে যান ওই মহিলা, তার কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যান
মুর্শিদাবাদ: ভর সন্ধ্যায় বাড়িতে এসেছিলেন এক অচেনা মহিলা। যুবককে ঘরে ডেকে নিয়ে গিয়েছিলেন। বাইরে থেকে শোনা গিয়েছিল বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে দু’জনের। পরিবারের দাবি, মহিলা যুবককেম ‘দেখে নেওয়া’রও হুমকি দিয়েছিলেন। মহিলা চলে যাওয়ার পরই বাড়ি থেকে বেরিয়ে যান যুবকও। তারপরই উদ্ধার তাঁর ঝুলন্ত দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জের বালিঘাটার কুঠিপাড়া এলাকায়। মৃতের নাম মুরসেলিম শেখ (৩৫)।
মুরসেলিম বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার ডেলিভারি করতেন। বুধবার সকালে স্থানীয় এরটি আমবাগানে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। খবর যায় থানায়। পুলিস গিয়ে দেহ উদ্ধার করে। তদন্তে নেমে পুলিস জানতে পারে মুরসেলিম বিবাহিত। পরিবারের সদস্যরা পুলিসকে জানান, রবিবার সন্ধ্যায় তাঁদে বাড়িতে এক মহিলা আসেন। তবে তাঁর পরিচয় তাঁরা জানেন না বলেই দাবি করেছেন।
অভিযোগ, ওই মহিলা মুরসেলিম শাসান। তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন। পরিবারের দাবি, ওই মহিলা চলে যাওয়ার পরই বাড়ি থেকে বেরিয়ে যান মুরসেলিম। রাতে আর বাড়ি ফেরেননি। পরিবারের তরফে সম্ভাব্য সমস্ত জায়গাতেই খোঁজ করা হয়। তারপর সকালে প্রতিবেশীদের কাছ থেকেই মুরসেলিমের ঝুলন্ত দেহ উদ্ধারের খবর পান তাঁরা।
আরও পড়ুন: তৃণমূল নেতাকে পিটিয়ে খুন! উত্তপ্ত মঙ্গলকোট
দেহটি ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ওই মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে। ঠিক কী বিষয় ঘটেছিল তাঁদের মধ্যে, তা জানার চেষ্টা করছে পুলিস। বিবাহ বর্হিভূত কোনও সম্পর্ক রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিস। আপাতত মহিলাকে নাগালে আনার চেষ্টা করছেন তদন্তকারীরা।