Panchayat Elections 2023: পুলিশের সাহায্যে বলপূর্বক মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ, BJP প্রার্থী বললেন, ‘স্বেচ্ছায় করেছি’
Panchayat Elections 2023: মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল মঙ্গলবার। সেই দিনই এই ঘটনা ঘটায় রীতিমতো বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপি জেলার নেতৃত্ব। এ দিন,আসানসোল জেলা সভাপতি দিলীপ দে, জেলা সম্পাদিক কাকলি ঘোষ, সহ অন্যান্য নেতৃত্ব জামুরিয়া বিডিও অফিসে এসে বিক্ষোভ দেখাতে থাকেন।
আসানসোল: বিজেপি প্রার্থীর প্রিয়া মণ্ডলের মনোনয়ন প্রত্যাহারকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল হিজলগোড়া গ্রাম পঞ্চায়েতের বারুল গ্রামে। পুলিশের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। প্রার্থী ও তার পরিবারকে ভয় দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। বিজেপির দাবি, পুলিশের সাহায্যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জোর করে তাঁদের প্রার্থীকে তুলে এনে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করেছেন। যদিও, প্রিয়া পাল আবার ভিন্ন কথা বলছেন। তাঁর বক্তব্য, স্বেচ্ছায় মনোনয়ন পত্র তুলে নিয়েছেন তিনি।
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল মঙ্গলবার। সেই দিনই এই ঘটনা ঘটায় রীতিমতো বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপি জেলার নেতৃত্ব। এ দিন,আসানসোল জেলা সভাপতি দিলীপ দে, জেলা সম্পাদিক কাকলি ঘোষ, সহ অন্যান্য নেতৃত্ব জামুরিয়া বিডিও অফিসে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশের সঙ্গে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তাঁরা এক যোগে অভিযোগ জানিয়ে বলেন, সোমবার রাত্রিবেলা চুরুলিয়া থানার আইসি প্রিয়া বাড়িতে যান। সেখানে প্রার্থী ও তাঁর পরিবারকে হুমকি দিয়ে আসেন। মঙ্গলবার তাঁকে জোর করে তৃণমূলের দলবল বিডিও অফিসে ধরে নিয়ে এসে মনোনয়নপত্র উঠিয়ে নিতে বাধ্য করেছেন।
যদিও, প্রিয়া পাল আবার উল্টো কথা বলছেন। তিনি বলেন যে,সাত মাসের ছোট্ট শিশু রয়েছে। তাছাড়াও তিনি টিউশন পড়ান। হঠাৎই আবেগ তাড়িত হয়ে বিজেপির মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বর্তমানে তিনি রাজনীতির মধ্যে থাকতে চান না। প্রাক্তন বিজেপি প্রার্থী বলেন, “আমার বাড়িতে কোনও পুলিশ আসেনি। তৃণমূলের তরফেও কোনও হুমকি দেওয়া হয়নি। নিজের অসুবিধার কথা ভেবেই মনোনয়ন তুলে নিয়েছি।”
এই বিষয় নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেন জামুরিয়া দু’নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা। তিনি বলেন, “প্রার্থী নিজের মুখেই স্বীকার করছেন তার উপর কোনও চাপ সৃষ্টি করা হয়নি। তাহলে এটা থেকে প্রমাণিত হয় যে মানুষকে বিভ্রান্ত করার জন্য ও সরকারকে বদনাম করার জন্য বিজেপি গোটা বাংলা জুড়ে মিথ্যাচার করছে।”