Bomb Blast: হঠাৎ বোমা বিস্ফোরণে কেঁপে উঠল বাড়ি, CPM নেতাকে আটক করে নিয়ে গেল পুলিশ

Katwa Bomb Blast: সেখানে কাটোয়া ১ নম্বর ব্লকের সুদপুর পঞ্চায়েতের সিপিএম নেতা তারকনাথ পালের বাড়িতে আচমকাই বোমা বিস্ফোরণের শব্দ পান এলাকাবাসী। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তারকনাথবাবুর ভাইঝি অঙ্কিত পাল।

Bomb Blast: হঠাৎ বোমা বিস্ফোরণে কেঁপে উঠল বাড়ি, CPM নেতাকে আটক করে নিয়ে গেল পুলিশ
ঘটনাস্থলে পুলিশ (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Jun 21, 2023 | 8:10 AM

কাটোয়া: মনোনয়ন তোলার সময়ও ‘অশান্তি’। মনোনয়ন জমা দেওয়ার পরও ‘অশান্তি’। রাজ্যজুড়ে বিভিন্ন জেলায় বারেবারে বিরোধীদের মনোনয়ন জোর করে প্রত্যাহার করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। কোথাও আবার মনোনয়ন জমা দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। এবার কাটায়ায় সিপিএম নেতার (CPM) নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ। মঙ্গলবার সন্ধ্যে নাগাদ এই ঘটনা ঘটে।

সেখানে কাটোয়া ১ নম্বর ব্লকের সুদপুর পঞ্চায়েতের সিপিএম নেতা তারকনাথ পালের বাড়িতে আচমকাই বোমা বিস্ফোরণের শব্দ পান এলাকাবাসী। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তারকনাথবাবুর ভাইপো অঙ্কিত পাল। ঘটনার সময় তিনি বাড়িতেই ছিলেন বলে জানা গিয়েছে। পায়ে আঘাত লেগেছে তাঁর। গুরুতর জখম অবস্থায় অঙ্কিত কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। ঘটনাস্থলে পৌঁছয় কাটোয়া থানার পুলিশ।

ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য তারকনাথ পালকে আটক করেছে পুলিশ। পুরো বাড়িটি সিল করে দেওয়া হয়েছে। এ দিকে, গোটা ঘটনাকে কেন্দ্র করে চলছে রাজনৈতিক চাপানউতর। যদিও, শাসক শিবিরের দাবি, পঞ্চায়েত ভোটের আগেই থেকেই এই বোমা তৈরির কাজ চলছিল। সেই কারণেই বিস্ফোরণ। যদিও, সিপিএম বলছে সবটাই রাজনৈতিক চক্রান্ত। স্থানীয় সিপিএম নেত্রী বলেন, “পুলিশ তদন্ত করুক। উনি খুবই ভাল ব্যক্তি। প্রচুর মানুষের উপকার করেছেন। রাজনৈতিক কারণে ফাঁসানো হয়েছে।”