পরকীয়ায় মজে স্বামী, প্রতিবাদ করায় বিষ খাইয়ে ‘খুন’ স্ত্রীকে

অন্য মহিলার সঙ্গে স্বামীর সম্পর্ক মানতে পারেননি রহিমা। প্রতিবাদে পরিণতি হল ভয়ানক।

পরকীয়ায় মজে স্বামী, প্রতিবাদ করায় বিষ খাইয়ে 'খুন' স্ত্রীকে
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: Feb 11, 2021 | 12:17 AM

দক্ষিণ ২৪ পরগনা: স্বামীর পরকীয়া (Extra Marital Affair) মানতে না পেরে প্রতিবাদ করেছিলেন স্ত্রী। পরিবর্তে, বিষ খাইয়ে স্ত্রীকে ‘খুন’ করলেন স্বামী। চাঞ্চল্য ক্যানিংয়ের ঝোড়োর মোড় এলাকায়।

বছর চব্বিশের মৃতা রহিমা মোল্লার পরিবারের অভিযোগ, স্বামী সইফুদ্দিন মোল্লার সঙ্গে প্রায়শই অশান্তি হত রহিমার। মারধর করা ছিল নিত্যদিনের ঘটনা। ইদানিং বিবাহ বহির্ভূত সম্পর্কেও (Extra Marital Affair) জড়িয়ে পড়েছিলেন সইফুদ্দিন। স্বামীর পরকীয়ার খবর জানতে পেরে প্রতিবাদ করেন রহিমা। মঙ্গলবার রাতে, স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চরমে ওঠে। রহিমাকে মারধরের পর জোর করে বিষ খাইয়ে দেন সইফুদ্দিন।

আরও পড়ুন: নার্সিং ট্রেনিংয়ের পর হাসপাতালে নয়, কাজ জুটছে রাঁধুনীর, কাঠগড়ায় ট্রেনিং সেন্টার

রহিমা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যান সইফুদ্দিন। বুধবার সকালে হাসপাতালেই রহিমার মৃত্যু হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, বিষক্রিয়াতেই  মৃত্যু হয়েছে রহিমার।

পলাতক সইফুদ্দিনের বিরুদ্ধে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতার পরিবার। তাঁরা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেছেন। সইফুদ্দিনকে খুঁজছে পুলিশ। গোটা ঘটনাই ক্যানিং থানার তদন্তাধীন।