কল্যাণকে ‘জোকার’ কটাক্ষ দিলীপের, ‘ও ক্ষ্যাপা ষাঁড়’ পাল্টা খোঁচা কল্যাণের

কল্যাণ বলেন, "আমাদের একটা ছেলের গায়ে ক্ষ্যাপা দিলীপের ছেলেরা যদি পারে হাত দিয়ে দেখুক না। কত বড় মস্তান দেখি। তারপর যা ব্যবস্থা করার আমরা ব্যবস্থা করব।"

কল্যাণকে 'জোকার' কটাক্ষ দিলীপের, 'ও ক্ষ্যাপা ষাঁড়' পাল্টা খোঁচা কল্যাণের
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Dec 14, 2020 | 3:41 PM

হুগলি: প্রতিটা সার্কাস দলে একটা জোকার থাকে। তৃণমূলের জোকার কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে দক্ষিণ দিনাজপুর থেকে এভাবেই তৃণমূল সাংসদের বিরুদ্ধে তোপ দেগেছিলেন দিলীপ ঘোষ। তারই পাল্টা নাম না করে দিলীপ ঘোষকে ‘ক্ষ্যাপা ষাঁড়’ বলে কটাক্ষ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: থ্যাতলানো মাথা, চোখে ঠিকরে বেরিয়ে এসেছে, পাড়ার ‘বউ’কে দেখে শিউরে উঠলেন প্রতিবেশীরা

এদিন কল্যাণ বলেন, “আপনারা যাঁর কথা বলছেন ওই ক্ষ্যাপা ষাঁড়টা সকাল থেকে লোকজনকে উত্যক্ত করতে থাকে। কীভাবে মানুষকে উত্তেজিত করবে তা ভাবতে থাকে। আমরা এসব হিংসায় বিশ্বাস করি না। আমরা সিপিএমের বিরুদ্ধে লড়াই করে উঠেছি। তৃণমূলের আরেক নামই হচ্ছে সংগ্রাম, প্রতিবাদ। তবে গুন্ডামি যদি কেউ করতে আসে চুপ করে বসে থাকব না। আমাদের একটা ছেলের গায়ে ক্ষ্যাপা দিলীপের ছেলেরা যদি পারে হাত দিয়ে দেখুক না। কত বড় মস্তান দেখি। তারপর যা ব্যবস্থা করার আমরা ব্যবস্থা করব।”

এদিন নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনা করে কল্যাণের বক্তব্য, “আমিও নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনা করি। আমি চাই উনি জীবিত অবস্থায় দেখে যান বঙ্গ বিজেপির কী হাল হয়েছে। ওনার ক্ষ্যাপা ষাঁড়গুলোর কী হাল হয়েছে, ছাগল, পাগল, গরু, বাছুর যে দলটা রয়েছে বঙ্গ বিজেপিতে, বাইরে থেকে যতগুলো মস্তান নিয়ে আসছে তাদের কী হাল হয়েছে যেন নরেন্দ্র মোদী দেখে যান।”