Dubai Fire: দুবাইতে আবাসনে ভয়াবহ আগুন, মৃত ৪ ভারতীয়-সহ ১৬

Dubai Fire: দুবাইয়ের আবাসনে ভয়াবহ আগুন। অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ১৬ জনের।

Dubai Fire: দুবাইতে আবাসনে ভয়াবহ আগুন, মৃত ৪ ভারতীয়-সহ ১৬
Image Credit source: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Apr 16, 2023 | 5:38 PM

দুবাই: দুবাইয়ের (Dubai) একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড। মৃত্যু হয়েছে ১৬ জনের। জখম অন্ততপক্ষে ৯ জন। মৃতদের মধ্যে ৪ জন ভারতীয় নাগরিক বলে জানা গিয়েছে। যাঁদের মধ্যে দু’জন কেরলের বাসিন্দা। তাঁরা সম্পর্কে স্বামী-স্ত্রী। বাকি দু’জন তামিলনাড়ুর বাসিন্দা।

শনিবার আল রাসের একটি আবাসনের চারতলায় ভয়াবহ আগুন লাগে। ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সেই আগুন। দুপুর ১২ টা ৩৫ মিনিট নাগাদ সিভিল ডিফেন্স অপারেশন রুমকে এই আগুনের খবর দেওয়া হয়। পাশাপাশি দমকল বাহিনীকেও জানানো হয়। তারপরই দুবাই সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। আসে পোর্ট সইদ ও হামরিয়া ফায়ার স্টেশনের দমকল কর্মীরাও। ঘটনাস্থলে এসেই তাঁরা আগুন নিয়ন্ত্রণের কাজে নেমে পড়েন। এদিকে সিভিল ডিফেন্সের বাহিনী সেই সময় বাসভবনের ভিতর থেকে বাসিন্দাদের বের করে আনতে থাকে। প্রায় বেলা ২ টো ৪৫ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নিরাপত্তা সংক্রান্ত ত্রুটি ছিল বিল্ডিংয়ে। সেই কারণেই এইভাবে ছড়িয়ে পড়েছিল আগুন।

সোশ্যাল মিডিয়ায় এই অগ্নিকাণ্ডের ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, গলগল করে কালো ধোঁয়া বের হচ্ছে। এই ঘটনায় মৃত্যু হয়েছে ১৬ জন বাসিন্দার। তাঁদের মধ্যে ৪ জন ভারতীয় নাগরিক। দু’জন কেরলের বাসিন্দা। কেরলের মলপ্পুরমের বাসিন্দা জেশি কান্দামঙ্গলাথ। তিনি ও তাঁর স্বামী রিজেশ কালাঙ্গাদান অনেকদিন থেকেই দুবাইতে বসবাস করছেন। খলিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দুবাইয়ের এক স্কুলের শিক্ষিকা জেশি। তাঁর স্বামী রিজেশ সেখানেই এক ট্রাভেল এজেন্সিতে কাজ করেন। শনিবার আগুন লাগার সময় ঘরে ঘুমোচ্ছিলেন দু’জন। বাড়িতেই বিষু উৎসব উদযাপন করার জন্য ছুটি নিয়েছিলেন তাঁরা। সেই সময়ই এত বড় বিপত্তি ঘটে গেল। এদিকে তাঁরা ছাড়াও আরও দুই ভারতীয় নাগরিকের প্রাণ গিয়েছে এই অগ্নিকাণ্ডে। দুই ব্যক্তি তামিলনাড়ুর বাসিন্দা। তাঁরা এই বিল্ডিংয়ে কাজ করতেন। এই অগ্নিকাণ্ডে ৩ জন পাকিস্তানি ও নাইজেরিয়ার এক মহিলারও প্রাণ গিয়েছে।