Building Collapsed: গভীর ঘুমে আচ্ছন্ন সবাই, হঠাৎ ধুলোয় মিশিয়ে গেল ৪ তলা আস্ত বিল্ডিং, মৃত কমপক্ষে ৮

Brazil: এক আধিকারিক জানান, এখনও অবধি ৮ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার করা হয়েছে ৪ জনকে। নিখোঁজ কমপক্ষে ৮ জনের। মৃতদের মধ্যে ৮ বছর ও ৫ বছরের শিশুও রয়েছে বলে জানা গিয়েছে।

Building Collapsed: গভীর ঘুমে আচ্ছন্ন সবাই, হঠাৎ ধুলোয় মিশিয়ে গেল ৪ তলা আস্ত বিল্ডিং, মৃত কমপক্ষে ৮
ভেঙে পড়া বিল্ডিং।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2023 | 9:24 AM

ব্রাসিলিয়া: এক সেকেন্ড আগেও বোঝা যায়নি কিছু, হঠাৎই তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত একটি বিল্ডিং (Building Collapsed)। নিমেষে ধুলো হয়ে যাওয়া বিল্ডিংয়ের ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে মৃত্যু হল কমপক্ষে ৫ জনের। নিখোঁজ কমপক্ষে ৮ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। শুক্রবার ভয়াবহ ঘটনাটি ঘটেছে ব্রাজিলে (Brazil)। সেখানেই উত্তর-পূর্বের পেরনামবুকোয় একটি বিল্ডিং ভেঙে পড়ে। ব্রাজিলের সিভিল ডিফেন্স অথারিটির তরফে জানানো হয়েছে, উদ্ধারকাজ জারি রয়েছে। এখনও অবধি ধ্বংসস্তূপের নীচ থেকে ৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার সকাল ৬.৩০টা-৭টা নাগাদ হঠাৎই পেরনামবুকোর জাঙ্গা অঞ্চলের একটি বিল্ডিং ভেঙে পড়ে। গোটা বিল্ডিংটিই নিমেষে ধূলিসাৎ হয়ে যায়। ভেঙে পড়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই পেরনামবুকো সরকারের তরফে ৮টি উদ্ধারকারী দল পাঠানো হয়।

উদ্ধারকার্যের দায়িত্বে থাকা এক আধিকারিক জানান, এখনও অবধি ৮ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার করা হয়েছে ৪ জনকে। নিখোঁজ কমপক্ষে ৮ জনের। মৃতদের মধ্যে ৮ বছর ও ৫ বছরের শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। যে সময়ে বিল্ডিংটি ভেঙে পড়ে, অধিকাংশ বাসিন্দাই সেই সময়ে ঘুমোচ্ছিলেন বলে জানা গিয়েছে।

কী কারণে চারতলা বিল্ডিংটি আচমকা ভেঙে পড়ল, তা এখনও জানা যায়নি। তবে বিগত কয়েকদিন ধরেই উপকূলবর্তী ওই অঞ্চলে একটানা ভারী বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফলে মাটি আলগা হয়ে বিল্ডিংটি ভেঙে পড়তে পারে বলেই অনুমান করা হয়েছে। পেরনামবুকোর গভর্নর রাকুয়েল লাইরা জানিয়েছেন, আগামী কয়েকদিন আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।