মন কষাকষির জেরে জন্মদিনের পার্টিতে এলোপাথাড়ি গুলি চালিয়ে আত্মহত্যা, আততায়ী সহ মৃত ৭

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, ওই পরিবার ট্রেলার ভ্যানে পরিবারের কোনও একজনের জন্মদিন পালন করা হচ্ছিল। সেই মুহূর্তেই চড়াও হয় ওই যুবক এবং এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।এরপর নিজেও গুলি চালিয়ে আত্মহত্যা করে নেওয়ার চেষ্টা করেন তিনি।

মন কষাকষির জেরে জন্মদিনের পার্টিতে এলোপাথাড়ি গুলি চালিয়ে আত্মহত্যা, আততায়ী সহ মৃত ৭
প্রতীকী চিত্র।
Follow Us:
| Updated on: May 10, 2021 | 7:14 AM

ওয়াশিংটন: প্রেমিকার সঙ্গে মন কষাকষি মানতে পারেনি যুবক। তাই সরাসরি জন্মদিনের পার্টিতে ঢুকেই এলোবপাথাড়ি গুলি চালাল যুবক। ছয়জনকে খুন করে সে নিজেও গুলি চালিয়ে আত্মহত্যা করে নেয় বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে আমেরিকার কলোরাডোয়।

রবিবার মধ্যরাতের কিছুক্ষণ পড়ে কলোরাডো স্প্রিং পুলিশ খবর পায় গুলি চালনার। সঙ্গে সঘঙ্গে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন শিশুরা সুরক্ষিত থাকলেও এদিকে-ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ছয়টি মৃতদেহ। গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছে হামলাকারী। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে তাঁর মৃত্যু হয়।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, ওই পরিবার ট্রেলার ভ্যানে ।যবতীর পরিবারের কোনও একজনের জন্মদিন পালন করা হচ্ছিল। সেই মুহূর্তেই চড়াও হয় ওই যুবক এবং এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।এরপর নিজেও গুলি চালিয়ে আত্মহত্যা করে নেওয়ার চেষ্টা করেন তিনি।

জানা গিয়েছে, নিহতদের মধ্যে একজনের প্রেমিক ছিলেন তিনি। সম্প্রতি ঝগড়া হয়ে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার পরই বদলা নিতে এই হামলা চালায় আততায়ী। এই বিষয়ে কলোরাডো স্প্রিং পুবিশের প্রদন ভিন্স নিকি বলেন, “এই ধরনের ঘটনা এর আগে কখনও ঘটেনি।”

এর আগে শনিবার নিউইয়র্কের টাইমস স্কোয়ারে গুলি চালনার ঘটনায় তিনজন আহত হন। সম্প্রতি ইন্ডিয়ানাপোলিস এলাকায় ফেডএক্স অফিসের সামনেও গুলি চালানোর ঘটনায় একাধিক ব্যক্তির প্রাণহানি হয়। আমেরিকায় ক্রমশ বেড়েই চলেছে বন্দুকবাজের হামলা, এই বিষয়টি মেনে নিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেনও।

আরও পড়ুুন: চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাওয়ার আবেদনে ‘না’ হাসিনার