ভিডিয়ো: করোনা হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত্যু ৮২ জনের

নিমেষেই হাসপাতালের কয়েকটি তলে আগুন ছড়িয়ে পড়ে। কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন রোগীদের অনেকে।

ভিডিয়ো: করোনা হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত্যু ৮২ জনের
হাসপাতালে বিধ্বংসী আগুন
Follow Us:
| Updated on: Apr 25, 2021 | 7:54 PM

বাগদাদ: করোনা (COVID) হাসপাতালে আগুন। চিকিৎসা পেতে গিয়ে অন্য বিপত্তিতে রোগীরা। লাগাতার যুদ্ধ বিধ্বস্ত ইরাক। স্বাস্থ্য পরিকাঠামোর বেহাল দশা। তার মধ্যেই আছড়ে পড়েছে করোনা। আবার সেই করোনা হাসপাতালেই আগুন। যার ফলে বাগদাদে প্রাণ হারিয়েছেন ৮২ জন। আহত হয়েছেন ১১০ জন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার মধ্য রাতে আচমকাই আগুন লাগে ইরাকের ইবন আল-খাতিব হাসপাতালে। নিমেষেই হাসপাতালের কয়েকটি তলে আগুন ছড়িয়ে পড়ে। কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন রোগীদের অনেকে। তবে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি থাকা রোগীরা বেরতে পারেননি। আগুনের লেলিহান শিখা গিলে নেয় তাঁদের। স্থানীয়রা দমকলে খবর দিলে আগুন নেভানোর কাজ শুরু হয়।

যে ৮২ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে ২৮ জন এমন ছিলেন যাঁরা ভেন্টিলেটরে চিকিৎসাধীন ছিলেন। আগুন নেভানোর কাজে দমকলের পাশাপাশি হাত লাগায় নিরাপত্তা দলও। সঙ্গে সঙ্গে হাসপাতাল থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয় রোগীদের। তবে বাঁচানো যায়নি অনেককই। উদ্ধারকারী দল জানায়, ঘটনার সময় হাসপাতালে উপস্থিত ছিলেন ১২০ জন রোগী ও তাঁদের পরিজনেরা। আগুনের হাত থেকে ৯০ জনকে উদ্ধার করা হয়।

সূত্রের খবর, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই অক্সিজেন সিলিন্ডারে বিস্ফোরণ হয়ে আগুন লাগে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। বাগদাদের গভর্নর মহাম্মেদ জাবের দেশের স্বাস্থ্যমন্ত্রককে একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন। সঙ্গে সঙ্গে ইরাকের প্রধানমন্ত্রী হাসপাতালের প্রধানকে বরখাস্ত করেছেন।

আরও পড়ুন: ‘এ লড়াই আমাদেরও’, করোনা মোকাবিলায় ভারতের পাশে প্রাচ্য থেকে পাশ্চাত্য