পাকিস্তানে রকেট হামলা, মৃত্যু নাবালকের, আহত একাধিক
সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে, আহতদের তড়িঘড়ি নিয়ে যাওয়ার পাশাপাশি প্রতিশোধমূলক আক্রমণ চালায় পাকিস্তানও।
ইসলামাবাদ: পাকিস্তানের বাজুর জেলায় রকেট হামলা। যার জেরে প্রাণ হারাল এক ৫ বছরের শিশু। হামলার জেরে আহত হয়েছে আরও ৭ নাবালক। তাদের তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। বিবৃতি দিয়ে এ কথা জানিয়ছে পাক সেনা। বৃহস্পতিবার দুপুর ২ টো ৫০ নাগাদ আফগানিস্তান থেকে পাকিস্তানে উড়ে আসে ৫টি রকেট। সেই রকেট আছড়ে পড়ে খাইবার পখতুনখওয়া প্রদেশে।
সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে, আহতদের তড়িঘড়ি নিয়ে যাওয়ার পাশাপাশি প্রতিশোধমূলক আক্রমণ চালায় পাকিস্তানও। তব এই সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করেনি পাক সেনা। প্রসঙ্গত, কয়েক দিন আগেই পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ইরান। সেই হামলার মাধ্যমে দুই জওয়ানকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছিল ইরানের সেনা। বিবৃতি দিয়ে ইরানের এলিট রেভোলিউশনারি গার্ডস (IRGC) জানিয়েছিল, আড়াই বছর আগে জ়ইশ উল-আদল জঙ্গি সংগঠন যে সীমান্তরক্ষীদের অপরহণ করেছিল ,তার মধ্যে ২ জনকে উদ্ধার করে ইরানে ফিরিয়ে আনা হয়েছে।
আরও পড়ুন: ট্রাম্পের ইমপিচমেন্টে ফিরল শতাব্দী প্রাচীন মহারাজা নন্দকুমার হত্যাকাণ্ড, কেন?
আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের দীর্ঘ সীমান্ত রয়েছে। সেখানে প্রায়শই এই ধরনের হামলার খবর আসে। রবিবার রাতেই পাকিস্তানের বিদেশমন্ত্রক আফগানিস্তানের তেহরিক-ই-তালিবান ও আল কায়েদা জঙ্গি সংগঠনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। সেই আবহেই এই হামলা পাকিস্তানে। ইরানের পর পাকিস্তানে আফগানিস্তানের হামলার পর আন্তর্জাতিক মহলেও উঠছে একাধিক জল্পনা। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে,সাম্প্রতিক কালে ভারতের সঙ্গে ইরানের কূটনীতিতে সুসম্পর্ক এসেছে। ইরানের সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভাল। সে ক্ষেত্রে বিশেষজ্ঞরা পরপর দুই দেশের পাকিস্তানে হামলা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন।