১১ সন্তান তাঁর, আরও ৯৪ শিশুর মা হয়ে রেকর্ড গড়ার পথে এই মহিলা

১১ সন্তানের বাবা-মা হয়েছেন। আরও ৯৪ শিশুর মা হয়ে ১০৫-এ পৌঁছনই তাঁদের ইচ্ছে।

১১ সন্তান তাঁর, আরও ৯৪ শিশুর মা হয়ে রেকর্ড গড়ার পথে এই মহিলা
ক্রিস্টিনা ওজতুর্ক
Follow Us:
| Updated on: Feb 15, 2021 | 5:02 PM

জর্জিয়া: তিনি শত সন্তানের মা হতে চান। এটাই তাঁর ইচ্ছে। সে জন্যই নিজেকে প্রস্তুত করছেন জর্জিয়ার (Georgia) ক্রিস্টিনা ওজতুর্ক। তাঁর স্বামী কোটিপতি। অভাব-অনটন তাঁদের নেই। আর ক্রিস্টিনার এই ইচ্ছে মেটাতে বন্ধ পরিকর তাঁর স্বামী গ্যালিপও। ইতিমধ্যে এই দম্পতি ১১ সন্তানের বাবা-মা হয়েছেন। আরও ৯৪ শিশুর মা হয়ে ১০৫-এ পৌঁছনই তাঁদের ইচ্ছে।

তবে এই ১১ সন্তানের মধ্যে ১ জনকেই গর্ভে ধরেছেন ক্রিস্টিনা। বাকি ১০ শিশুর জন্ম হয়েছে সারোগেসির মাধ্যমে। ২৩ বছরের কোটিপতি ক্রিস্টিনা জানিয়েছেন, প্রতি সন্তানের সারোগেসির জন্য তাঁদের খরচ হয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় ৭০ লক্ষ টাকা। সম্প্রতি তুমুল ভাইরাল হয় ক্রিস্টিন ও তাঁর স্বামী গ্যালিপের একটি ভিডিয়ো। সেখানেই তাঁরা জানান, এগারোয় না থেমে ১০৫ পর্যন্ত এগিয়ে যেতে চান তাঁরা।

কিন্তু ১০৫ সন্তানের মা হওয়ার ইচ্ছে কেন? তিনি বাচ্চা ভালবাসেন। আর লালন-পালন করার জন্য যথেষ্ট টাকা-পয়সা তাঁদের রয়েছে। তাই শিশু প্রেমের জন্যই শত সন্তানের মা হওয়ার ইচ্ছে ক্রিস্টিনের। তবে সারোগেট মায়ের সঙ্গে নিজের সন্তানদের পরিচয় করাতে চান না ক্রিস্টিন। ভবিষ্যতে যাতে কোনও সমস্যা না হয়, তাই ক্লিনিকের নিয়ম মতোই চলেন তিনি।

আরও পড়ুন: কথা রাখলেন মোদী, আবদার মিটল ট্রুডোর

ক্রিস্টিনা জানিয়েছেন, তাঁর প্রথম সন্তানের নাম ভিকা। তারপর থেকে ১০ সন্তানেরই জন্ম হয়েছে সারোগেসির মাধ্যমে। আসলে রাশিয়ার ক্রিস্টিনা ছিলেন একজন সিঙ্গল মাদার। পরবর্তীকালে গ্যালিপের সঙ্গে প্রেম হয় তাঁর। তারপরেই জর্জিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন তাঁরা।