Bangladesh Power Cut: অন্ধকারে ডুবল বাংলাদেশ, ভারতীয় সংস্থার বকেয়া মেটাচ্ছে না ইউনূস সরকার!
Adani Power: বৃহস্পতিবার মধ্য রাত থেকে আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দিয়েছে। প্রায় ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সঙ্কট দেখা দিয়েছে। আদানির প্ল্যান্টের দুটি ইউনিট থেকে মাত্র ৭০০ মেগাওয়াট উৎপাদন করছে।
ঢাকা: অন্ধকারে ডুবে অর্ধেক বাংলাদেশ। বকেয়া বিল না মেটাচ্ছে না ইউনূস সরকার। তাই আদানি গোষ্ঠী বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের পরিমাণ অর্ধেক করে দিল। জানা গিয়েছে, আদানি পাওয়ার ঝাড়খণ্ড লিমিটেড, যা আদানি পাওয়ারের অধীনস্থ সংস্থা, তারা বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দিয়েছে। এর কারণ বাংলাদেশ সরকার ৮৪৬ মিলিয়ন ডলার বকেয়া অর্থ মেটাচ্ছে না।
বাংলাদেশের সংবাদমাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার মধ্য রাত থেকে আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দিয়েছে। প্রায় ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সঙ্কট দেখা দিয়েছে। আদানির প্ল্যান্টের দুটি ইউনিট থেকে মাত্র ৭০০ মেগাওয়াট উৎপাদন করছে।
দীর্ঘদিন ধরেই বাংলাদেশে বিদ্যুতের বিল বকেয়া রয়েছে। এর মধ্যে হাসিনা সরকারের পতন, সরকারের পালাবদলে আরও অচলাবস্থা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে গৌতম আদানির সংস্থার তরফে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে সতর্ক করেছিল বকেয়া অর্থ মেটানোর জন্য। গত ২৭ অক্টোবর আদানির সংস্থার তরফে চিঠি পাঠিয়ে বলা হয়, ৩০ অক্টোবরের মধ্যে যেন বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হয়। বকেয়া না মেটালে ৩১ অক্টোবর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।
এদিকে, বাংলাদেশ বিদ্যুৎ বিভাগের তরফে দাবি করা হয়েছে, আগের বকেয়া অর্থ মিটিয়ে দেওয়া হলেও, গত জুলাই মাস থেকে আদানি গোষ্ঠী বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে। পিডিবি সাপ্তাহিক ১৮ মিলিয়ন ডলার করে আদানি পাওয়ারকে দিলেও, সংস্থার তরফে প্রতি সপ্তাহেই অতিরিক্ত ২২ মিলিয়ন ডলার চার্জ করা হচ্ছে। যার কারণে এই বিপুল অর্থ বকেয়া রয়ে গিয়েছে।