ফের চিনে নরম! করোনা ছড়াল কে? উৎস খুঁজছে হু

করোনার উৎস জানতে মরিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। হু প্রধান টেডরস আধানম সাফ জানিয়ে দিয়েছেন, উৎস জানার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ফের চিনে নরম! করোনা ছড়াল কে? উৎস খুঁজছে হু
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Dec 02, 2020 | 12:47 PM

TV9 বাংলা ডিজিটাল: উৎস জানলে আরও সহজে রোখা যাবে করোনা সংক্রমণ। তাই করোনার উৎস জানতে মরিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। হু প্রধান টেডরস আধানম সাফ জানিয়ে দিয়েছেন, উৎস জানার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইউএন হেলথ এজেন্সিকে (UN Health agency) করোনা (COVID) রহস্য সমাধানের দায়িত্বভার দিয়েছেন আধানম (Tedros Adhanam)। তবে এখানেও আংশিক ভাবে চিনের (China) পক্ষেই কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আধানম সমালোচকদের অনুরোধ করেছেন যেন তাঁরা চিনকে দায়ী করে করোনা নিয়ে রাজনীতি না করেন। সাংবাদিকদের হু প্রধান বলেছেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থার অবস্থান পরিষ্কার। ভবিষ্যতে করোনা সংক্রমণ রুখতে আমাদের করোনার উৎস জানতে হবে।” তবে ক্রমাগত বিশ্ব স্বাস্থ্য সংস্থার অবস্থানকে চিন ঘেঁষা বলে দাবি করে আসছে আমেরিকা (USA)। প্রেসিডেন্ট ট্রাম্প (Donald Trump) চিনা পক্ষপাতিত্বের দায়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পর্যন্ত বন্ধ করেছেন। তবে শুধু আমেরিকাই নয় বিশ্বের অন্যান্য দেশের সমালোচকরাও করোনা ছড়ানোর দায় চাপিয়েছেন বেজিংয়ের (Beijing) উপর।

ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়ে সারা বিশ্বে ১৪ লক্ষেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বিশ্বের একাধিক দেশ করোনার উৎস হিসাবে চিনকে দায়ী করলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরীক্ষা না করে চিনকে দোষী মানতে নারাজ। হু বিগত কয়েক মাস ধরে করোনার উৎস সন্ধান করতে চিনে একটি দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। একটি প্রাথমিক দল ইতিমধ্যেই চিনে করোনা রহস্য সমাধানের কাজে নিযুক্ত রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আপদকালীন প্রধান মাইকেল রায়েন (Michel Rayen) জানিয়েছেন, উহানে যত তাড়াতাড়ি সম্ভব নতুন বিজ্ঞানীদের দল যাবে।

কেন উৎস খুঁজতে মরিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)?

এই প্রশ্নের উত্তরে দুটি সম্ভাবনার কথা বলছেন বিশেষজ্ঞরা। প্রথমত, বিশ্বের একাধিক দেশ করোনা ছড়ানোর দায় চাপিয়েছে চিনের উপর। উপযুক্ত প্রমাণ ছাড়া এই দোষারোপ যাতে বন্ধ করা যায় সেই লক্ষ্যেই করোনার উৎস খুঁজছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দ্বিতীয়ত, করোনার উৎস জানলে প্রতিষেধক তৈরিতে তা দারুণ কাজে দেবে। তাছাড়া ভবিষ্যতে করোনা সংক্রমণ রুখতেও সাহায্য করবে বলে আশা বিশেষজ্ঞদের। চিন প্রসঙ্গে প্রথম থেকেই সুর নরম আধানমের। এবার অবশ্য করোনার উৎস জেনে সংক্রমণ রোখার পক্ষেই যুক্তি খাড়া করেছেন তিনি।

আরও পড়ুন: পোলট্রি নয়, এবার বাজারে আসতে চলেছে পরীক্ষাগারে তৈরি মাংস, দাম কত? জেনে নিন

প্রথমের দিকে বিজ্ঞানীরা চিনে করোনার উৎস হিসাবে উহানের বাজারকে চিহ্নিত করলেও আরও এক দল বিজ্ঞানী বলছেন অন্য কথা। কোনও প্রাণীর মাধ্যমে করোনা সংক্রমণের ইঙ্গিত মিললেও প্রমাণ এখনও মেলেনি। সেক্ষেত্রে করোনা রহস্য ক্রমাগত ঘনীভূত হচ্ছে। তাই করোনার উৎস যেকোনও প্রকারে উদ্ধার করতে চাইছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।