‘ঐতিহাসিক’ সিদ্ধান্ত! গর্ভপাত বৈধ আর্জেন্টিনায়
ঐতিহাসিক বিল পাস হওয়ার পর সে দেশের আইনপ্রণেতা মনিকা মাকা টুইট করে লেখেন, "বোনরা আমরা এটা করেছি। আমরা একসঙ্গে ইতিহাস তৈরি করেছি।"
বুয়েনোস আইরেস: ‘ঐতিহাসিক’ গর্ভপাত বিল পাস হল আর্জেন্টিনায় (Argentina)। লাতিন আমেরিকার প্রথম সারির দেশ হিসাবে গর্ভপাত বিলকে আইনে রূপান্তরিত করল আর্জেন্টিনা। নতুন আইনে সে দেশে সন্তান গর্ভে থাকার ১৪ সপ্তাহ পর্যন্ত গর্ভপাত বৈধ। আর্জেন্টিনার সেনেটে গর্ভপাত বিলের পক্ষে পড়েছিল ৩৮ টি ভোট। ২৯ টি ভোট পড়েছিল বিপক্ষে। অবশেষে ক্যাথোলিক চার্চের বিরোধিতা সত্ত্বেও পাস হল এই বিল।
বিল পাস হওয়ার সঙ্গে সঙ্গেই হাজারো সমর্থক ভিড় করেন বুয়েনোস আইরেসের সেনেট বিল্ডিংয়ের পাশে। উড়তে থাকে সবুজ পতাকা ও সবুজ ধোয়া। ‘ঐতিহাসিক’ বিল পাস হওয়ার পর সে দেশের আইনপ্রণেতা মনিকা মাকা টুইট করে লেখেন, “বোনরা আমরা এটা করেছি। আমরা একসঙ্গে ইতিহাস তৈরি করেছি।” এতদিন পর্যন্ত ওই অঞ্চলে গর্ভপাত বৈধ ছিল কমিউনিস্টদের অধীন কিউবা, মেক্সিকোর কিছু অঞ্চলে ও উরুগুয়েতে। এবার সেই তালিকায় সংযুক্ত হল আর্জেন্টিনা।
এই প্রসঙ্গে মার্কিন মানবাধিকার গবেষক জন প্যাপিয়ার জানান, ক্যাথোলিক দেশে গর্ভপাত বৈধ করা একটা বড় বিষয়। লাতিন আমেরিকায় আর্জেন্টিনার এই পদক্ষেপে নারীদের অধিকারের দাবি আৎও জোরালো হবে। এর আগে ২০১০ সালে আর্জেন্টিনায় সমকামী বিবাহ বৈধ ঘোষণা হয়েছে। এতদিন পর্যন্ত আর্জেন্টিনায় গর্ভবতীর গুরুতর শারীরিক আশঙ্কা ও ধর্ষণ ছাড়া গর্ভপাতের বৈধতা ছিল না।
আরও পড়ুন: বঙ্গোপসাগরের মাঝে ‘ভাসান চরে’ দ্বিতীয় দফায় রোহিঙ্গাদের পাঠাল বাংলাদেশ
পোপ ফ্রান্সিসের জন্মস্থান আর্জেন্টিনা। সেখানে কোনও জীবনকে বাঁচতে না দেওয়ার বিপক্ষে বারবার কথা বলে গর্ভপাতের বিরোধিতা করে এসেছে ক্যাথোলিক চার্চ। এর আগে ২০১৮ সালে একবার নিম্নকক্ষে পাস হয়েও সেনেট হাউসে আটকে গিয়েছিল গর্ভপাত বিল। কিন্তু এবার শাসক দলের সম্মতি থাকায় পাস হল বিল। আইনে আনুমতি দিয়ে প্রেসিডেন্ট অ্যালবার্টো ফার্নান্দেজ বলেছেন, “আমি একজন ক্যাথলিক। কিন্তু আমায় সবার কথা ভাবতে হবে। গণতন্ত্র কায়েম হওয়ার পর থেকে দেশে এই কারণে ৩ হাজার মহিলা মারা গিয়েছেন।” তবে আইন পাস হওয়ার পরে গর্ভপাত বিরোধী বিক্ষিপ্ত বিক্ষোভও চলছে আর্জেন্টিনায়।