Roller Coaster Accident: ঈদের আনন্দ বদলে গেল বিষাদে, রোলার কোস্টার থেকে পড়ে মৃত শিশু
Roller Coaster Accident: রোলার কোস্টার চলাকালীন সেখান থেকে পড়ে গিয়ে আহত হয় শিশুটি। তাঁকে তৎক্ষণাত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঢাকা: দুর্ঘটনা কখন ঘটে যায় বলা যায় না। যে কোনও সময়ে দুর্ঘটনা জীবনে অন্ধকার নামিয়ে আনতে পারে। অনেক সময় দুর্ঘটনা ঘটার আগের মুহূর্তেও বুঝে ওঠা যায় না যে জীবনে এত বড় বিপর্যয় নেমে আসতে চলেছে। মুসলমান সম্প্রদায়ের মানুষদের কাছে ঈদ অত্যন্ত আনন্দের উৎসব, কিন্তু ঈদের দিনই ঘটে গেল মারাত্মক ঘটনা। ঈদের (Eid 2022) আনন্দ যে এমনভাবে বিষাদে বদলে যাবে সে কথা হয়তো দুঃস্বপ্নে কল্পনাও করতে পারেনি পরিবার। বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকার কদমতলীতে একটি পার্কে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ওই পার্কের রোলার কোস্টার থেকে পড়ে ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। মৃত শিশুর নাম মহম্মদ রাব্বি। মঙ্গলবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে। ঢাকা মেডিক্যাল কলেজে লাশের ময়নাতদন্ত হয়েছিল বলেই জানিয়েছে পুলিশ। শিশুটি স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তাঁর বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইমামগঞ্জ গ্রামে। ঢাকাতে পরিবারের সঙ্গে থাকত ওই শিশু। নিহত শিশুর জামাইবাবু সুমন ইসলাম প্রথম আলোকে জানিয়েছেন, ঈদের দুপুরে মামার সঙ্গে ওই শিশু ও পরিবারের কয়েকজন বুড়িগঙ্গা ইকোপার্কে বেড়াতে গিয়েছিল। সেখানে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে রোলার কোস্টারে ওঠে রাব্বি।
রোলার কোস্টার চলাকালীন সেখান থেকে পড়ে গিয়ে আহত হয় শিশুটি। তাঁকে তৎক্ষণাত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় থানার পুলিশ আধিকারিক আবদুল খান জানিয়েছেন, রোলার কোস্টার থেকে পড়ে যাওয়ার জন্যই ওই শিশুটির মৃত্যু হয়েছে। রাব্বির দিদিও রয়েছে বলে জানা গিয়েছে। ছেলের এই অকাল মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই শিশুটির পরিবার ভেঙে পড়েছে। পুলিশ জানিয়েছে, রোলার কোস্টারে চলার সময় নিরাপত্তা বেল্ট খুলে মোবাইল দিয়ে নিজস্ব তুলছিল শিশুটি। সেই সময়ই সেখান থেকে পড়ে গিয়েছিল। মাথায় গুরুতর চোট লাগার কারণেই তাঁর মৃত্যু হয়েছে।