মগবাজার বিস্ফোরণ: দুর্ঘটনা না কি নাশকতা? উত্তর খুঁজতে কমিটি গড়ল হাসিনা সরকার
ঢাকা পুলিশ জানিয়েছে, ৫ সদস্যের ওই তদন্ত কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্মেল জিল্লু রহমান।
ঢাকা: সোমবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল ঢাকার (Dhaka) মগবাজার। যেখানে ৭ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৬০ জনেরও বেশি। কিন্তু ঠিক কী কারণে বিস্ফোরণ হয়েছে, তা এখনও জানা যায়নি। তাই সেই কারণ খুঁজে বের করতে ৫ সদস্যের তদন্ত কমিটি গড়েছে বাংলাদেশের সরকার। ৭ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেবে এই কমিটি।
ঢাকা পুলিশ জানিয়েছে, ৫ সদস্যের ওই তদন্ত কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্মেল জিল্লু রহমান। এ ক্ষেত্রে একাংশের ধারণা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়েছে, আবার একাংশ বলছেন ট্রান্সফরমারেও বিস্ফোরণ হয়ে থাকতে পারে। অন্যদিকে এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না নাশকতার ছক। তবে বিদ্যুৎ বণ্টনকারী সংস্থা জানিয়েছে, বৈদ্যুতিক কোনও কারণে বিস্ফোরণ হয়নি। তাহলে কীভাবে হল বিস্ফোরণ? সেটাই খুঁজে বের করবে তদন্তকারী কমিটি।
পুলিশের আইজিপি অবশ্য নাশকতার বিষয়ে শঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভিতরে এখনও মিথেন গ্যাসের গন্ধ রয়েছে। তবে বিশেষজ্ঞদের মতামত না পাওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্তে আসতে নারাজ তাঁরা। এই পাঁচ সদস্যের কমিটি ছাড়াও পুলিশের পক্ষ থেকে একটি কমিটি গড়া হবে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: ভরসন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ঢাকা, বাড়ছে মৃতের সংখ্যা