Bangladesh News: বিমার টাকা জমা দিতে গিয়ে লিফটে আটকে গিয়েছিলেন মা-মেয়ে! তারপর যা হল…
Bangladesh News: পুলিশ জানিয়েছে, সোমবার বিমার টাকা জমা দিতেই ওই মার্কেটে গিয়েছিলেন ওই দু'জন। সেই সময়ই তারা আটতে পড়েন। ইকরা স্থানীয় একটি কলেজের পড়ুয়া বলেই জানা গিয়েছে।
ঢাকা: অফিস হোক বা বাড়ি, রোজকার জীবনে আমাদের অনেককেই লিফট ব্যবহার করতে হয়। লিফট ব্যবহার করে একে সিঁড়ি ভাঙার খাটনি থাকে না অন্যদিকে অতিদ্রুত পৌঁছে যাওয়া যায়। তবে লিফট বন্ধ হয়ে গিয়ে মাঝে মাঝেই ঘটে বিপত্তি। অনেক সময় লিফট বন্ধ হয়ে যাওয়ার কারণে ঘটে বিপত্তি। অনেকে ক্ষেত্রে লিফট বন্ধ হয়ে যাওয়ার পর ভয় পেয়ে বা দম বন্ধ হয়ে অনেকেই প্রাণ হারান। বাংলাদেশের লক্ষ্মীপুর শহরে এমনই এক ঘটনা ঘটেছে। শহরের একটি মার্কেটে আটকে পড়েছিলেন মা ও মেয়ে। দীর্ঘ ১ ঘণ্টা লিফটে বন্ধ থাকার পর তাদের সেখান থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে লক্ষ্মীপুরের বাংলা রশিদ চৌধুরী কমপ্লেক্স ও মার্কেটে এ ঘটনা ঘটেছে বলেই জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মা ও মেয়ে লিফটে আটকে পড়ায় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। জানা গিয়েছে বিমা সংস্থার অফিসে প্রিমিয়াম জমা দিতে গিয়ে আটকে পড়েন মা রেশমা বেগম ও মেয়ে ইকরা আক্তার।
পুলিশ জানিয়েছে, সোমবার বিমার টাকা জমা দিতেই ওই মার্কেটে গিয়েছিলেন ওই দু’জন। সেই সময়ই তারা আটতে পড়েন। ইকরা স্থানীয় একটি কলেজের পড়ুয়া বলেই জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর মার্কেটের লিফটে যান্ত্রিক ত্রুটি না থাকার কারণেই বন্ধ হয়ে গিয়েছিল লিফট। যান্ত্রিক ত্রুটি ঠিক না করা পর্যন্ত লিফট বন্ধ রাখতে মার্কেট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে পুলিশ। পুলিশ এসে মা-মেয়েকে লিফট থেকে উদ্ধার করে। রেশমা জানিয়েছেন, টাকা জমা দেওয়ার পর লিফটে করে তাঁরা চারতলা থেকে নিচতলায় নামছিলেন। সেই সময় তিনতলায় এসে লিফট আটকে যায়। বিদ্যুৎ চলে গিয়েছিল বলেই জানিয়েছেন রেশমা। তিনি তাঁর স্বামীকে ফোন করে বিষয়টি জানান।
খবর পেয়েই ঘটনাস্থলে আসেন তাঁর স্বামী ফারুখ হোসেন। বিমা সংস্থার কর্মী ও তিনি মিলে আটকে পড়া রেশমা ও তাঁর মেয়েকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু বিদ্যুৎ না থাকায় উদ্ধার কাজে সমস্যা হচ্ছিল। বিদ্যুৎ এলেও যান্ত্রিক ত্রুটির কারণে লিফট খোলা সম্ভব হয়নি। পরে পুলিশের সহায়তায় লিফটম্যান ওই দু’জনকে উদ্ধার করেন। লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি জানিয়েছেন লিফট মেরামত না করা পর্যন্ত লিফট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন Bangladesh News: দাদুর টোটো চড়ে মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল দুধের শিশু, এমন পরিণতি হবে, ভাবেনি কেউ…