Bangladesh News: প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে গলা কেটে ফেলেছিল স্ত্রী, ভাগ্যের ফেরে এমন পরিণতি হল…
Bangladesh News: জানা গিয়েছে এই ঘটনায় হামিদারের স্ত্রী মনোয়ারা খাতুন ও তাঁর প্রেমিক সিরাজুল ইসলামকে দোষী সাব্যস্ত করেছে আদালত। রায় ঘোষণার সময়ে দুজনেই আদালতে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।
লালমনিরহাট: ক্ষুদ্র স্বার্থের জন্য মানুষ নিচে নামতেও দ্বিধা বোধ করে না। সম্পর্কে অনেক সমস্যা তৈরি হতে পারে, তবে তাই বলে কাউকে খুন করে ফেলা দুঃসাহস সবাই দেখাতে পারে না। প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে গলা কেটে খুন করেছিল স্ত্রী। ভেবেছিল এই যাত্রায় পার পেয়ে যাবে। তবে শেষ রক্ষা হল না। বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রামে হামিদার রহমানকে হত্যার ঘটনায় স্ত্রী ও তাঁর প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। কারাদণ্ডের পাশাপাশি ওই দু’জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার এই টাকা না দিলে তাঁদের আরও ১ মাস জেলে থাকতে হবে। মঙ্গলবার দুপুর এই নির্দেশ দিয়েছে লালমনিরহাট নগর দায়রা আদালত।
জানা গিয়েছে এই ঘটনায় হামিদারের স্ত্রী মনোয়ারা খাতুন ও তাঁর প্রেমিক সিরাজুল ইসলামকে দোষী সাব্যস্ত করেছে আদালত। রায় ঘোষণার সময়ে দুজনেই আদালতে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। আদালত ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রিকশাচালক হামিদার রহমানের স্ত্রী মনোয়ারা খাতুন সঙ্গে ওই গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের অবৈধ সম্পর্ক ছিল। ২০১৮ সালের ২৩ জানুয়ারি বিকেলে সিরাজুলকে নিজের স্ত্রীয়ের সঙ্গে আপত্তিকর অবস্থা দেখেন হামিদার। স্ত্রীকে ওই অবস্থায় দেখে সে উত্তেজিত হয়ে পড়েছিল। সিরাজুল ও হামিদরের মধ্যে ধস্তাধস্তি হয়, সেই সময়েই হামিদার পড়ে যান এবং তখন দাঁ দিয়ে হামিদারের গলায় কোপ দিয়ে পালিয়ে যান সিরাজুল।
এদিনের রায়দানের সময় বিচারপতি জানিয়েছেন, অভিযুক্তরা এর আগে যতদিন জেলা হেফাজতে ছিল, সেই সময় তাদের ঘোষিত সাজার থেকে বাদ যাবে। বিচারকের এই রায় শোনার পর সিরাজলের আইনজীবী ময়জুল ইসলাম বলেন,তাঁর মক্কেল এই ঘটনায় সম্পূর্ণ নির্দোষ এবং তাঁরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন। এখন সাজা ঘোষণার পর কবে তারা উচ্চ আদালতে আবেদন করেন, সেদিকেই নজর থাকবে সকলের।
আরও পড়ুন New York: নিউ ইয়র্কের রেল স্টেশনে হামলা আততায়ীর, গুলিবিদ্ধ ১৩ জন, জঙ্গি হানা বলে সন্দেহ