বাংলাদেশের নারায়ণগঞ্জের লঞ্চডুবিতে শোকপ্রকাশ ভারতের

লঞ্চডুবির এই ঘটনায় গত সোমবার উদ্ধার হয়েছে ৫ জনের দেহ, বাকি ২১ জনের দেহ গত রবিবার গভীর রাতেই উদ্ধার হয়েছিল।

বাংলাদেশের নারায়ণগঞ্জের লঞ্চডুবিতে শোকপ্রকাশ ভারতের
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Apr 06, 2021 | 2:00 PM

নয়া দিল্লি: বাংলাদেশের (Bangladesh) শীতলক্ষ্য়া নদীতে লঞ্চডুবির ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। এখনও নিখোঁজ অনেকে। মৃতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করল ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি নারায়ণগঞ্জের লঞ্চডুবির ঘটনায় মৃতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। টুইট করে তিনি লিখেছেন, “বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার লঞ্চডুবির ঘটনায় আমরা মর্মাহত। শোকাহত পরিবার ও বাংলাদেশ সরকারের প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি।”

লঞ্চডুবির এই ঘটনায় গত সোমবার উদ্ধার হয়েছে ৫ জনের দেহ, বাকি ২১ জনের দেহ গত রবিবার গভীর রাতেই উদ্ধার হয়েছিল। উপজেলার প্রশাসনিক আধিকরদের কাছ থেকে জানা গিয়েছে, যাত্রীবাহী লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। তখনই নির্মাণাধীন তৃতীয় শীতলক্ষ্য সেতুর কাছে কার্গো জাহাজে ধাক্কা খায় লঞ্চটি।

এই লঞ্চডুবির ঘটনায় ইতিমধ্যেই ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। সেই কমিটির প্রধান হয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের পরিচালক রফিকুল ইসলাম। ৫ দিনের মধ্যে তাঁদের এই ঘটনার রিপোর্ট জমা করার কথা। কয়েক দিন আগেও বাংলাদেশের বুড়িগঙ্গায় লঞ্চডুবির একটি ঘটনা ঘটেছিল। তখন মুন্সিগঞ্জ থেকে আসা একটি একটি লঞ্চ ডুবে গিয়েছিল। সেখানে ৩২ জনের মৃতদেহ উদ্ধার হয়েছিল।

আরও পড়ুন: লকডাউন করতে গিয়ে গোলাগুলি, মৃত্যু যুবকের, আহত ৭ পুলিশ