Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India-US Relation: মানবাধিকার ও সীমান্ত নিরাপত্তাই প্রধান্য পাবে, স্পষ্ট জানলেন ভারতে নিযুক্ত সম্ভাব্য মার্কিন রাষ্ট্রদূত

India-US Relation: ভারতে এসে, কোন কোন বিষয়কে অগ্রাধিকার দিয়ে তিনি কাজ করতে চান তা স্পষ্ট করেই জানালেন গারসেত্তি। মঙ্গলবার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সেনেট কমিটিকে তিনি জানিয়েছেন, মানবাধিকার রক্ষাতে বাড়তি গুরুত্ব দেবেন

India-US Relation: মানবাধিকার ও সীমান্ত নিরাপত্তাই প্রধান্য পাবে, স্পষ্ট জানলেন ভারতে নিযুক্ত সম্ভাব্য মার্কিন রাষ্ট্রদূত
এরিক গারসেত্তি। ছবি: সংবাদ সংস্থা
Follow Us:
| Edited By: | Updated on: Dec 15, 2021 | 2:31 PM

ওয়াশিংটন: ভারতে সম্ভাব্য মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হতে চলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন ঘনিষ্ঠ লস অ্যাঞ্জেলেসের মেয়র এরিক গারসেত্তি (US Ambassador Designate)। ভারতে এসে, কোন কোন বিষয়কে অগ্রাধিকার দিয়ে তিনি কাজ করতে চান তা স্পষ্ট করেই জানালেন গারসেত্তি। মঙ্গলবার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সেনেট কমিটিকে তিনি জানিয়েছেন, মানবাধিকার রক্ষাতে বাড়তি গুরুত্ব দেবেন তিনি এর পাশাপাশি নাগরিকত্ব সংশোধনী আইন কোনও ভাবেই মানবাধিকারকে ক্ষুণ্ণ করছে কিনা সেই বিষয়ে হোয়াইট হাউজের চোখ-কান হিসেবে কাজ করতে চান গারসেত্তি।

মানবাধিকার নিয়ে কী বলেন গারসেত্তি?

গারসেত্তিকে প্রশ্ন করা হয়েছিল কীভাবে ভারতের মানবাধিকারের বিষয়টি নিয়ে ভারসাম্য বজায় রেখে তিনি কাজ করবেন? জবাবে তিনি বলেন, “দ্বিমুখী প্রক্রিয়া অবলম্বন করেই এই বিষয়ে কাজ করা সম্ভব। আমি চাই সরাসরি নাগরিক সমাজের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে। ভারতে বেশ কিছু মানবাধিকার সংগঠন আছে যারা রাস্তায় নেমে কাজ করে। আমি সরাসরি তাদের সঙ্গে যুক্ত হয়ে বিষয়টি বোঝার চেষ্টা করব।”

ভারতের নিরাপত্তা বিষয়ে জোর

গারসেত্তির কথায় ভারতের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টিও উঠে এসেছে। ভারতের প্রতিবেশি বিভিন্ন দেশগুলির আচরণ নিয়ে আমেরিকা যে উদ্বিগ্ন, বাইডেন ঘনিষ্ঠের কথা তা প্রকাশ পেয়েছে। তিনি জানিয়েছেন, ভারতীয় সীমান্তের নিরাপত্তা শক্তিশালী করতে সবরকমভাবে সাহায্য করবে আমেরিকা। পাশাপাশি সার্বভৌমত্ব রক্ষা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে রয়েছে আমেরিকা। তিনি বলেন, “ভারত এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। ভারতের সীমানা সুরক্ষিত করতে, সার্বভৌমত্ব রক্ষা এবং আগ্রাসন রোধ করার জন্য আমাদের প্রচেষ্টাকে আমি দ্বিগুণ করতে চাই।” তিনি আরও বলেন, “সন্ত্রাসবাদ দমন, যৌথ সেনা মহড়া, বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জামের বাণিজ্য নিয়ে ইতিমধ্যেই একসঙ্গে কাজ করছে ভারত-আমেরিকা। আমাদের এই দ্বিপাক্ষিক সম্পর্কই আমেরিকাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং এরফলে দুইদেশের সাধারণ মানুষেরই উপকার হবে।”

ভারতীয় সংস্কৃতি সম্পর্কে জ্ঞান

জো বাইডেন প্রশাসন সূত্রে খবর, গারসেত্তিকে ভারতে পাঠানোর পিছনে তাঁর প্রশাসনিক দক্ষতা পাশাপাশি আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ। ভারতীয় সংস্কৃতি সম্পর্কে অবহিত গারসেত্তি। নিজের কলেজ জীবনে ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি নিয়েও তিনি পড়াশুনা করেছেন। তাই দেশের মানুষের মনজয় সেই পুথিগত বিদ্যাও কাজে লাগাতে পারেন গারসেত্তি।

আরও পড়ুন Britain COVID-19 Rule: ‘মানুষের জীবনই আগে’, বিরোধিতা সত্ত্বেও নয়া করোনাবিধি পাশ করালেন বরিস জনসন

আরও পড়ুন Google’s Vaccination Policy: হাতে সময় মাত্র এক মাস, শর্ত না মানলে বেতন কাটবে গুগল, যেতে পারে চাকরিও!