ওই নির্দিষ্ট মেয়াদ পার হওয়ার পরই গুগল সংস্থার তরফে কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হবে, যারা এখনও তাদের টিকাকরণের স্টেটাস জানাননি বা টিকা নেননি। টিকাকরণ থেকে ছাড়ের জন্য যারা আবেদন করেছিলেন, তাদের মধ্যে যাদের আবেদন গ্রহণ করা হয়নি, তাদের সঙ্গেও যোগাযোগ করবে সংস্থা।
জানা গিয়েছে, আগামী ১৮ জানুয়ারির মধ্যে যারা সংস্থার টিকাকরণের নিয়ম অনুসরণ করবেন না, তাদের ৩০ দিনের জন্য বেতন সহ ছুটিতে পাঠানো হবে। এরপরই বেতন ছাড়া ছয় মাস অবধি ছুটি কিংবা সরাসরি চাকরি থেকে বরখাস্তও করা হতে পারে। যদিও গুগল সংস্থার তরফে এই বিষয়ে এখনও কোনও বিবৃতি পেশ করা হয়নি।
নতুন বছরের জানুয়ারি মাস থেকেই গুগলের কর্মীদের কাজে ফেরার কথা থাকলেও, নতুন করে ওমিক্রন ভ্য়ারিয়েন্ট ছড়িয়ে পড়ায় এবং সংস্থার টিকাকরণ নীতি নিয়ে বহু কর্মীর দ্বিধা থাকায়, তারা কাজে ফিরতে অস্বীকার করেন। সেই কারণেই আপাতত কর্মীদের বাড়ি থেকেই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সংস্থার তরফে ঠিক করা হয়েছিল সপ্তাহে তিনদিন কর্মীরা অফিস থেকে কাজ করবেন।