Bus fall in gorge: প্রায় ৫০ ফুট গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ১৮

পাহাড়ের গা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ১৫ মিটার (৪৯.২১ ফুট) গভীর খাদে পড়ে যায়। খবর পেয়েই উদ্ধারকাজে নামে স্থানীয় প্রশাসন।

Bus fall in gorge: প্রায় ৫০ ফুট গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ১৮
মেক্সিকোয় ভয়াবহ বাস দুর্ঘটনা। ছবি সৌজন্য: রয়টার্স।
Follow Us:
| Edited By: | Updated on: May 01, 2023 | 7:09 PM

মেক্সিকো সিটি: দুর্গম রাস্তা দিয়ে যাওয়ার পথে খাদে (Gorge) পড়ে গেল যাত্রীবাহী বাস। মৃত্যু হয়েছে কমপক্ষে ১৮ জন বাসযাত্রীর। গুরুতর আহত হয়েছেন আরও ৩৩ জন। যার মধ্যে ১১ জন শিশু। দুর্ঘটনাটি মেক্সিকোর (Mexico) নায়ারিত প্রদেশের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে নায়ারিতের রাজধানী টেপিক এবং পর্যটন এলাকা পুয়ের্তো ভাল্লার্তার সংযোগকারী হাইওয়ে দিয়ে বাসটি যাচ্ছিল। পাহাড়ের গা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ১৫ মিটার (৪৯.২১ ফুট) গভীর খাদে পড়ে যায়। খবর পেয়েই উদ্ধারকাজে নামে স্থানীয় প্রশাসন।

খাদে বাস পড়ে যাওয়ার খবর নিশ্চিত করে নায়ারিতের তরফে বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যাত্রীবোঝাই বাসটি ১৫ মিটার গভীর খাদে পড়ে যাওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু করা হয়। এখনও পর্যন্ত ১৮ জনের দেহ উদ্ধার হয়েছে। যার মধ্যে ১১ জন মহিলা রয়েছেন। এছাড়া আহত ৩৩ জনের মধ্যে ১১টি শিশু রয়েছে। আহত সকলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

বাসটি কী ভাবে খাদে পড়ে গেল তা এখনও স্পষ্ট নয়। তবে কোনও কারণে নিয়ন্ত্রণ হারিয়েই বাসটি খাদে পড়ে গিয়েছে বলে প্রশাসনের প্রাথমিক অনুমান। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।