করোনা চিকিৎসায় ম্যাজিক দেখাতে পারে উট, আশার আলো গবেষণায়

করোনা চিকিৎসায় অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে উট। সংযুক্ত আরব আমিরাশাহির এক গবেষকের এমনই দাবি।

করোনা চিকিৎসায় ম্যাজিক দেখাতে পারে উট, আশার আলো গবেষণায়
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: May 09, 2021 | 4:05 PM

সংযুক্ত আরব আমিরাত: করোনার (COVID 19) প্রতিষেধক আবিষ্কৃত হলেও সারা বিশ্বে সংক্রমণ ঊর্ধ্বমুখী। সারা বিশ্বের করোনা হটস্পট হয়ে উঠছে ভারত। করোনা সংক্রান্ত একাধিক গবেষণা চলছে সারা বিশ্বে। এর মধ্যেই একটি গবেষণা আশার আলো দেখাচ্ছে। করোনা চিকিৎসায় অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে উট। সংযুক্ত আরব আমিরাশাহির এক গবেষকের এমনই দাবি।

কেন কার্যকরী ভূমিকা পালন করতে পারে উট?

রিসেপ্টর সেল: মাইক্রোবায়োলজিস্টরা দেখেছেন উটের শরীরে রিসেপ্টর সেল নেই। তাই করোনাভাইরাস উটের ওপর কোনও প্রভাব ফেলতে পারে না। মানুষ ও অন্যান্য প্রাণীর শরীরে রিসেপ্টর সেল রয়েছে, কিন্তু উটের শরীরে এই কোষ না থাকায় করোনা আক্রান্ত হয় না উট। আর এই জায়গাটা গবেষকদের নজর কাড়ছে তাই উটের অ্যান্টিবডির মাধ্যমে করোনা চিকিৎসা হতে পারে বলে অনুমান গবেষকদের।

কুঁজওয়ালা উটের ওপর প্রয়োগ: গবেষকরা মৃত করোনাভাইরাস উটের শরীরে প্রবেশ ঘটিয়ে কোভিড চিকিৎসার চেষ্টা করছেন। মৃত করোনাভাইরাস ঢোকানোর ফলে উটের শরীরে কী পরিবর্তন হচ্ছে তা খতিয়ে দেখছেন গবেষকরা। একদলের বিশ্বাস করোনা চিকিৎসায় এই পদ্ধতি কার্যকরী হতে পারে।

ভারতে শনিবারই করোনা চিকিৎসায় ডিসিজিআই অনুমোদন পেয়েছে ২ডিজি। এই ওষুধ আড়াই দিনে করোনা আক্রান্তর শরীরে প্রভাব ফেলতে পারে বলে দাবি চিকিৎসকদের। উল্লেখ্য, দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ৩ হাজার ৭৩৮ জন। শুক্রবার এই সংখ্যাটি ছিল ৪ লক্ষ ১ হাজার ৭৮ । গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা সামান্য কমেছে, একদিনে মৃত্যু হযেছে ৪ হাজার ৯২ জনের। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ২২ লক্ষ ৯৬ হাজার ৪১৪। এদের মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৩৭ লক্ষ ৩৬ হাজার ৬৪৮।

আরও পড়ুন: ‘করোনা ছড়ায় সিগারেটের ধোঁয়ার মতো’, বদ্ধ ঘরে থাকলে সংক্রমণের সম্ভাবনা কতটা?