Canada Wildfire: ১১০ জায়গায় দাবানল, নিয়ন্ত্রণের বাইরে ৩৬টি! জ্বলেপুড়েই কি ছাই হবে কানাডা?
Wildfire Evacuation: দাবানলের কারণ হিসাবে জানানো হয়েছে, বিগত বেশ কয়েক বছর ধরেই কানাডায় তাপমাত্রা বাড়ছে জলবায়ু পরিবর্তনের কারণে। বসন্তকালেও আবহাওয়া অত্য়ন্ত শুষ্ক থাকছে। তারফলে সামান্য আগুনও দাবানলে পরিণত হচ্ছে।
কানাডা: একদিকে বন্যা (Flood), অন্য়দিকে দাবানল (Wildfire)। দুইয়ের মাঝে জর্জরিত কানাডাবাসী। শনিবারই কানাডার (Canada) আলবার্টা (Alberta) প্রশাসনের তরফে জরুরি অবস্থার ঘোষণা করা হয়। দাবানল থেকে বাঁচতে ১০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, শুষ্ক আবহাওয়ার কারণে বিস্তীর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। বর্তমানে গোটা দেশজুড়ে ১১০টি জায়গায় দাবানল হচ্ছে। এরমধ্যে ৩৬টি দাবানলই নিয়ন্ত্রণের বাইরে। এখনও অবধি ২৪ হাজারেরও বেশি মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
কানাডার শাসক দল ইউনাইটেড কনজারভেটিভ পার্টির প্রধান ড্যানিয়েল স্মিথ জানান, আলবার্টায় দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দমকলকর্মীদের জন্যও আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে উঠছে। ঝোড়ো শুষ্ক হাওয়া প্রবাহিত হওয়ায় আগুন ছড়িয়ে পড়ছে। শনিবার কিউবেক ও অন্টারিও থেকেও অতিরিক্ত দমকল বাহিনী আনানো হয়েছে।
Good morning from Canada. Here is a look at the fire near Edson, Alberta. She jumped right over that river.
Thanks to the subscriber that sent this amazing footage.??
New podcast out this morning discussing this and more. Available to everyone. #wildfire pic.twitter.com/95XHeTN8uJ
— The Hotshot Wake Up (@HotshotWake) May 6, 2023
দাবানলের কারণ হিসাবে জানানো হয়েছে, বিগত বেশ কয়েক বছর ধরেই কানাডায় তাপমাত্রা বাড়ছে জলবায়ু পরিবর্তনের কারণে। বসন্তকালেও আবহাওয়া অত্য়ন্ত শুষ্ক থাকছে। তারফলে সামান্য আগুনও দাবানলে পরিণত হচ্ছে। দাবানলের জেরে সম্পূর্ণ ব্রাজেউ কাউন্টি ফাঁকা করে দেওয়া হয়েছে। ড্রেয়টন ভ্যালির ৭ হাজার মানুষকে স্থানান্তরিত করা হয়েছে। ফক্স লেক থেকেও ৩৬০০ বাসিন্দাকে স্থানান্তর করা হয়েছে। ফক্স লেকে কমপক্ষে ২০টি বাড়ি ও পুলিশ স্টেশন আগুনে পুড়ে গিয়েছে। মোট ৪৩ হাজার হেক্টর জমি পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
Hot weather and strong winds cause wildfires in Western Canada
More than 13,000 people have already been evacuated, media reported.
Video: social networks.
Breaking News pic.twitter.com/jGK0qiInmM
— Belg Nikita (@nikkienikita) May 7, 2023
উত্তর-পশ্চিম ও মধ্য আলবার্টায় হোয়াইটক্যাপ রিসোর্স সংস্থা, যারা তৈল উত্তোলন ও সরবরাহ করে, তারা জানিয়েছেন, দাবানলের জেরে যাতে বড় দুর্ঘটনা না ঘটে, তার জন্য সুরক্ষিতভাবে গোটা এলাকা ফাঁকা করা হচ্ছে। পেমবিনা পাইপলাইন কর্পের তরফেও শুক্রবার থেকে ইমার্জেন্সি জারি করা হয়েছে।