Fumio Kishida: ছোট্ট রুপোলি একটা পাইপ, তাতেই বিস্ফোরণ, সামান্য ভুল হলেই শিনজো আবের মতো পরিণতি হত কিশিদারও!
Assassination Plan: ওয়াকামায় একটি মঞ্চে সবে ভাষণ দেওয়ার জন্য উঠেছেন ফুমিও কিশিদা, সেই সময়ই ভিড়ের মধ্যে থেকে মঞ্চের সামনে এসে উড়ে পড়ে একটি রুপোলি পাইপের মতো বস্তু।
টোকিয়ো: ছোট্ট একটা রুপোলি রঙের বস্তু। মাটিতে আছড়ে পড়তেই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। সাদা ধোঁয়ায় ঢেকে যায় গোটা চত্বর। শনিবার একটি জনসভায় যোগ দিতে গিয়েছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা(Fumio Kishida)। সেখানেই তাঁর উপরে হামলা চলে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান জাপানের প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। সন্দেহ, ওই ব্যক্তিই প্রধানমন্ত্রী কিশিদাকে লক্ষ্য করে স্মোক বম্ব (Smoke Bomb) ছুড়েছিলেন। এদিকে, প্রধানমন্ত্রীর উপরে এভাবে হামলা চলায় ফিরে এসেছে গত বছরের স্মৃতি। ২০২২ সালের জুলাই মাসেই গুলি করে হত্যা করা হয় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে(Shinzo Abe)-কে। পশ্চিম জাপানের নারা শহরে একটি জনসভায় বক্তব্য রাখার সময়ই শিনজো আবের উপরে হামলা হয়। বছর ঘুরতে না ঘুরতেই একইভাবে জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর উপরে হামলা চলায়, তাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
জানা গিয়েছে, পশ্চিম জাপানের ওয়াকামায় উপ-নির্বাচনের প্রচারে গিয়েছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। বন্দর ঘুরে তিনি ওয়াকামায় একটি মঞ্চে সবে ভাষণ দেওয়ার জন্য উঠেছেন, সেই সময়ই ভিড়ের মধ্যে থেকে মঞ্চের সামনে এসে উড়ে পড়ে একটি রুপোলি পাইপের মতো বস্তু। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়।
Smoke bomb thrown at PM Kishida in Japan pic.twitter.com/dCnGGYh3Z2
— Crime Watch Juarez (@CrimeWatchJRZ) April 15, 2023
সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে, বিস্ফোরণের শব্দ শুনেই সাধারণ জনতার মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। নিরাপদ আশ্রয়ের খোঁজে যে যেদিকে পারেন, প্রাণভয়ে ছোটেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকেও ঘটনাস্থল থেকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিস্ফোরণে প্রধানমন্ত্রী কিশিদা আহত হননি বলেই জানা গিয়েছে।
অপর একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ব্যক্তিকে মাটিতে শুইয়ে চেপে ধরে রয়েছেন অপর এক ব্যক্তি। তাঁর আশেপাশে আরও অনেকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন। পরে জানা যায়, ওই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রধানমন্ত্রীর উপরে হামলা চালানোর উদ্দেশ্য নিয়েই ওই ব্যক্তি সভাস্থলে এসেছিলেন বলে প্রাথমিক সূত্রে খবর।
এদিকে, ফুমিও কিশিদার উপরে হামলার ঘটনায় গত বছরের স্মৃতিও ফিরে এসেছে। ২০২২ সালের ৮ জুলাই পশ্চিম জাপানের নারা শহরে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন শিনজো আবে। ভাষণ চলাকালীনই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এক আততায়ী। প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের বুকে দুটি গুলি লাগে। সিপিআর দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীকে এয়ারলিফ্ট করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, ঘণ্টা খানেক পরে হাসপাতালে শিনজো আবের মৃত্য়ু হয়। বছর ঘুরতে না ঘুরতেই এবার বর্তমান প্রধানমন্ত্রীর উপরেও হামলা চলল।