Charles Coronation: ৭০ বছর পর ‘রাজা’ পেল ব্রিটেন, মহা সমারোহে অনুষ্ঠিত হল তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক

প্রধানমন্ত্রী ঋষি সুনক বাইবেল পাঠ করেন এবং তৃতীয় চার্লসের রাজ্যাভিষেককে ব্যাখ্যা করে তিনি বলেন, "আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের এক গর্বিত অভিব্যক্তি।"

Charles Coronation: ৭০ বছর পর 'রাজা' পেল ব্রিটেন, মহা সমারোহে অনুষ্ঠিত হল তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক
ব্রিটেনের রাজা হিসাবে অভিষেক হল তৃতীয় চার্লসের।
Follow Us:
| Edited By: | Updated on: May 06, 2023 | 6:36 PM

লন্ডন: অবশেষে ব্রিটেনের রাজসিংহাসনে বসলেন তৃতীয় চার্লস (Charles iii)। শনিবার মহা ধূমধামের সঙ্গে ব্রিটেনের (Britain) রাজমুকুট উঠল ৭৪ বছর বয়সি তৃতীয় চার্লসের মাথায়। যদিও সেই মুকুটে নেই রানির (Queen Elizabeth) কোহিনুর হীরে। তবে প্রায় ৭০ বছর পর ব্রিটেন পেল নতুন রাজা। ফলে এক নতুন যুগে পদার্পণ করল ব্রিটেন। রাজপরিবারের সদস্য ছাড়াও ব্রিটেনের প্রধানমন্ত্রী (Rishi Sunak) সহ দেশ-বিদেশের অতিথিগণের উপস্থিতিতে রয়্যাল গির্জা, ওয়েস্টমিনস্টার অ্যাবে-তেই রাজ্যাভিষেক হল তৃতীয় চার্লসের। তাঁর মাথায় ব্রিটেনের রাজমুকুট পরিয়ে দিলেন ক্যান্টারবারির আর্কবিশপ। রাজদণ্ডও হাতে নিয়েছেন তিনি। আর সেই মুহূর্তে রয়্যাল গির্জার মধ্যে থেকে বেজে উঠল ‘গড সেভ দ্য কিং’। বাইরে একসঙ্গে ধ্বনিত হল গান স্যালুটের শব্দ। সবমিলিয়ে, উৎসবের আমেজ বাকিংহাম প্যালেস (Bakingham Palace) সহ ব্রিটেনে।

তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে ব্রিটেনের রাজপরিবারের ছোট থেকে বড় সকল সদস্যই উপস্থিত ছিলেন। এমনকি চার্লসের কনিষ্ঠ-পুত্র প্রিন্স হ্যারিও ছিলেন অনুষ্ঠানে। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক সহ বিশ্বের প্রায় প্রতিটি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে। ভারতের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। প্রধানমন্ত্রী ঋষি সুনক বাইবেল পাঠ করেন এবং তৃতীয় চার্লসের রাজ্যাভিষেককে ব্যাখ্যা করে তিনি বলেন, “আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের এক গর্বিত অভিব্যক্তি।”

তৃতীয় চার্লসের মাথায় রাজমুকুট ওঠার সঙ্গে সঙ্গেই তাঁর স্ত্রী ক্যামিলা অফিসিয়ালি হলেন রানি ক্যামিলা। তাই তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক পরেই রাজমুকুট পরিয়ে ক্যামিলাকে রানির স্বীকৃতি দেওয়া হয়। এদিন রাজ্যাভিষেকের প্রাক্কালে ব্রিটেন রাজপরিবারের তরফে বিশ্বের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন তৃতীয় চার্লস। সেখানে ভারতের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন জগদীপ ধনখড়ও।

প্রসঙ্গত, ২০২২ সালের সেপ্টেম্বরে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরেই তৃতীয় চার্লস ব্রিটেনের রাজা হন। তবে তাঁর রাজত্বের ‘আনুষ্ঠানিক স্বীকৃতি’ মিলল এদিন।