Russia-Ukraine Conflict : ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের ইঙ্গিতে চিনের বার্তালাপ আমেরিকার সঙ্গে, যুদ্ধের মুখে দল বদল চিনের?

China US Talk : আমেরিকার পাশাপাশি বেজিংও এইবার রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বেজিং ওয়াশিংটনকে জানিয়েছে যে, পরিস্থিতি "খারাপ হচ্ছে" এবং আলোচনা এবং সমঝোতার মাধ্যমে এর নিষ্পত্তি করা দরকার।

Russia-Ukraine Conflict : ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের ইঙ্গিতে চিনের বার্তালাপ আমেরিকার সঙ্গে, যুদ্ধের মুখে দল বদল চিনের?
ছবি : PTI
Follow Us:
| Edited By: | Updated on: Feb 22, 2022 | 7:38 PM

বেজিং : রাশিয়া-ইউক্রেনের সংঘাত নিয়ে প্রথম থেকে ভিন্ন অবস্থান ছিল চিনের। প্রায় সব দেশ ইউক্রেনের পাশে থাকলেও চিন হেঁটেছিল বিপরীতে। সংঘাতের মধ্যেই রাশিয়াকে সমর্থনের সিদ্ধান্ত জানিয়েছিল চিন। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট গতকাল ইউক্রেনের দুই বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দোনেৎস্ক এবং লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার পরই নিজের অবস্থান বদল করল চিন। আন্তর্জাতিক মহলে চিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় মিলমিশ নেই বললেই চলে। কিন্তু রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে সেই মার্কিন যুক্ত রাষ্ট্রের সঙ্গেই আলোচনা করল চিন। চিনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিঙ্কন মঙ্গলবার চলতি ইউক্রেনের বিষয় নিয়ে আলোচনা করে বলে জানা গিয়েছে। আমেরিকার পাশাপাশি বেজিংও এইবার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বেজিং ওয়াশিংটনকে জানিয়েছে যে, পরিস্থিতি “খারাপ হচ্ছে” এবং আলোচনা এবং সমঝোতার মাধ্যমে এর নিষ্পত্তি করা দরকার।

চিনের মন্ত্রকের তরফে একটি বিবৃতি থেকে জানা গিয়েছে ওয়াং বলেছেন, “ইউক্রেনের পরিস্থিতির অবনতি হচ্ছে। চিন আবারও অবিভাজ্য নিরাপত্তা নীতি বাস্তবায়নের গুরুত্বকে উপলব্ধি করেছে এবং পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে এবং আলাপ-আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিষ্পত্তি করার জন্য সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।” তিনি আরও বলেছেন, “বর্তমানে এই খারাপ পরিস্থিতির জন্য দায়ী মিনস্ক-II চুক্তি বাস্তবায়নে বিলম্ব।” ২০১৫ সালে স্বাক্ষরিত চুক্তির কথা বুঝিয়েছেন চিনা মন্ত্রী। ২০১৫ সালে রাশিয়া, ইউক্রেন, রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী এবং ইউরোপের দ্য অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্য়ান্ড কোঅপারেশনের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়েছিল। উল্লেখ্য, রাশিয়া ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীন ঘোষণা করার পর সেই অঞ্চলে সেনা পাঠানোর নির্দেশ দেওয়ার কয়েক ঘণ্টার পর ওয়াং এবং ব্লিঙ্কনের ফোনে কথা হয়।

ওয়াং বলেছেন যে, যেকোনো দেশের বৈধ নিরাপত্তার উদ্বেগকে অবশ্যই সম্মান করতে হবে এবং জাতিসঙ্ঘের সনদের উদ্দেশ্য ও নীতিগুলো অবশ্যই সমুন্নত রাখতে হবে। ওয়াং ব্লিঙ্কেনকে বলেছেন, “চিন বিষয়টির যোগ্যতা অনুযায়ী সব পক্ষকে যুক্ত করতে থাকবে।” মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিবৃতি অনুসারে, ব্লিঙ্কন ওয়াংকে “ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন” সম্পর্কে বলেছিলেন। বিবৃতিতে বলা হয়েছে,”সেক্রেটারি ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে।”

আরও পড়ুন : Russia-Ukraine Conflict : ইউক্রেনের দুই অঞ্চলকে পুতিন ‘স্বাধীন’ ঘোষণা করায় দাবার আড়াই চাল বাইডেনের